নড়াইলে বিপন্ন প্রাণী শিকারের দায়ে ছয় ব্যক্তির দণ্ড
নড়াইলে বিপন্ন প্রজাতির বিড়ালজাতীয় ছয়টি বন্যপ্রাণী শিকারের দায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছয় ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী প্রত্যেককে ৫০০ টাকা করে দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একদল শিকারি বন্যপ্রাণী শিকার করে ফেরার সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল নড়াইল পৌর এলাকার নড়াইল-ফুলতলা সড়কের ধোপাখোলা মোড়ে অবস্থান নেয়। সেখানে তারা নড়াইল শহরগামী একটি ভ্যানে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় তিনটি মৃত ও তিনটি জীবিত প্রাণীসহ ছয় শিকারিকে আটক করে। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
নড়াইল বন বিভাগ চত্বরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অপরাধীদের ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। খাওয়ার উদ্দেশ্যে প্রাণীগুলো শিকার করা হয় বলে অভিযুক্তরা স্বীকারোক্তি দেন।
নিরীহ প্রকৃতির বিড়ালজাতীয় বন্যপ্রাণীগুলো স্থানীয়ভাবে সাইরেল নামে পরিচিত। এদের বৈজ্ঞানিক নাম ভাইভেরা জিবেটা (viverra zibetha)। বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন এগুলোকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করেছে।
মৃত প্রাণীগুলো মাটিচাপা দেওয়া হয়। জীবিত প্রাণীগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন