নড়াইলে ভ্রাম্যমাণ আদালত দ্বারা একই দিনে তিন বাল্যবিয়ে বন্ধ

নড়াইলের লোহাগড়া উপজেলা র্নিবাহী অফিসারের হস্থক্ষেপে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর ও ইতনা গ্রামে একই দিনে তিনটি বাল্যবিয়ে বন্ধ করে অভিবাবকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বিয়ের আসরে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা বাল্যবিয়ের জন্য বন্ধসহ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে লোহাগড়া ইতনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী মিতা খানম এবং স্বরসতী একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী রাজিয়া খানম ও একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অর্চনা খানমের নিজ নিজ বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা র্নিবাহী অফিসার মোঃ সেলিম রেজা বিয়ের আসরে উপস্থিত হয়ে তিনটি বাল্য বিয়ে বন্ধ করে জরিমানা করেন।
বাল্যবিয়ের আয়োজন করায় মিতার পিতা ইতনা চরপাড়ার ওহাব মীরকে তিন হাজার টাকা, রাজিয়ার পিতা ডিগ্রিরচর গ্রামের জিয়াউর চৌধুরীকে দুই হাজার টাকা এবং অর্চনার পিতা জাফর সিকদারকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে, ‘উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না’ মর্মে মুচলেকাও দিয়েছেন তিনটি পরিবারের অভিভাবকেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন