নড়িয়া পৌরসভায় আ. লীগের ভরাডুবি
শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে হেরেছে আওয়ামী লীগ। জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম বাবু রাঢ়ি।
পৌরসভার মেয়র হায়দার আলীর মৃত্যু হয় গত ১৮ এপ্রিল। সেই শূন্য পদে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে আনন্দমুখর পরিবেশেই চলে ভোটগ্রহণ। বৃষ্টি ও গরমকে উপেক্ষা করে সকাল থেকেই ভোটকেন্দ্রে এসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা।
বেলা ১১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে যাওয়ার সময় তিন নারীসহ আটজনকে আটক করে পুলিশ।
দুপুর ১২টার দিকে পূর্ব নড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় ধাওয়া-পালটাধাওয়ায় আহত হন সাদ্দাম হোসেন (২৫), গফুর কাজী (৪০), আবদুর রহিম দেওয়ান (৪৫) ও উজ্জ্বল বেপারী (৩৫)।
উপনির্বাচনের ফল নিয়ে রিটার্নিং কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন জানান, উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম বাবু রাঢ়ি পাঁচ হাজার ২৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুল হাসান পেয়েছেন চার হাজার ৪১৭ ভোট। আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম চুন্নু পেয়েছেন ৪৯৩ ভোট।
নির্বাচনের ফল সম্পর্কে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন বলেন, ‘রাজনৈতিক জীবনে এটা আমার বড় দুঃখ। নৌকার পরাজয়ে আমি ব্যথিত। নড়িয়ার ইতিহাসে নৌকার এমন অবস্থা আমরা কখনো দেখিনি। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের পছন্দ না হওয়ায় এমনটি ঘটেছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নকলা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ
তথ্য প্রদানে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্তবিস্তারিত পড়ুন
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী
শেরপুরে মাসুদা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যারবিস্তারিত পড়ুন
শিশু রনিকে যুবক বানিয়ে মামলা, অবশেষে জামিন
শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নে একটি মারপিটের মামলায় রনি নামেবিস্তারিত পড়ুন