বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নয়ন হত্যার অভিযোগে আটক ২, নদীতে মিলল মোটরসাইকেল

রাঙামাটির লংগদু উপজেলার স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাদের আটক করা হয়।

আটক দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে আজ শনিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী ব্রিজ এলাকার মাইনী নদী থেকে নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা টানা চার ঘণ্টা তল্লাশি চালিয়ে নয়নের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেন। মোটরসাইকেল ছিনতাই করে বিক্রির উদ্দেশ্যে নয়নকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন রাঙামাটির লংগদু উপজেলার রাঙিপাড়া হেলিপ্যাড এলাকার জুনেল চাকমা (১৮) ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকার রনেল চাকমা (৩৩)।

বিকেল সাড়ে ৪টায় মোটরসাইকেল উদ্ধার হওয়ার পর মাইনী নদীর তীরে বসেই আসামি গ্রেপ্তারসহ ঘটনার বিস্তারিত সাংবাদিকদের ব্রিফ করেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহাম্মদ খান। এ সময় নৌবাহিনী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক দুজনের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে জুনেল চাকমাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন বিকেল দীঘিনালা থেকে রনেল চাকমাকে আটক করা হয়। উভয়ের দেওয়া তথ্যে নয়নের ব্যবহার করা ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মাইনী নদী থেকে মোটরসাইকেল উদ্ধারে শুক্রবার স্থানীয়দের দিয়ে চেষ্টা করে ব্যর্থ হলে কাপ্তাই অঞ্চলের নৌবাহিনী এবং চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। তাদের প্রচেষ্টাতেই নদী থেকে মোটরসাইকেল উদ্ধার সম্ভব হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি বাবুরাজ চাকমা পলাতক রয়েছে।

আলী আহাম্মদ খান জানান, ঘটনার দিন লংগদু থেকে যাত্রীবেশে দুজন খাগড়াছড়ি যাওয়ার কথা বলে ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক নয়নকে নিয়ে যাত্রা করেন। পথে দীঘিনালা থেকে তাদের সঙ্গে যুক্ত হয় আরো একজন। এ তিনজন মিলে পরিকল্পনা করে নয়নকে হত্যা করেছে।

হত্যার বর্ণনা দিয়ে পুলিশ সুপার জানান, খাগড়াছড়ি থেকে একই মোটরসাইকেলে করে তিনজন দীঘিনালায় ফিরছিলেন। জেলা সদরের কৃষি গবেষণা এলাকা পার হয়ে চারমাইল এলাকায় নির্জন স্থানে পৌঁছে পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে নয়নকে হত্যা করে। এরপর মোটরসাইকেলটি ছিনতাই করে। কিন্তু ঘটনার পর দ্রুত লাশ উদ্ধার হওয়ায় ঘটনা জানাজানি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেলটি বিক্রি করতে না পেরে ঝামেলা এড়াতে সেটি মাইনী নদীতে ফেলে আসামিরা পালিয়ে যায়।

নয়ন হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা হয়েছে। এ মামলায় হত্যা রহস্য উদঘাটনে পুলিশকে সার্বিক সহযোগিতা করেছে পিবিআইয়ের দল। দলের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম মেট্রো পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনউদ্দীন। দলে ছিলেন তরুণ কর্মকর্তা সন্তোষ চাকমাও।

গত ১ জুন লংগদু সদর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন লাশ নিয়ে বাঙালিরা মিছিল করার এক পর্যায়ে উত্তেজিত লোকজন পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। তিনটি গ্রামের দুই শতাধিক বাড়ি পুড়ে নিঃশেষ হয়ে যায় ২১৩টি পরিবার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ