নয় পৌরসভায় ভোট ২৫ মে

দেশের নয়টি পৌরসভায় আগামী ২৫ মে ভোটগ্রহণের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন- ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব পৌরসভায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ এপ্রিল, যাচাই-বাছাই ২ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মে।
বুধবার ইসির পরিচালক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পৌরসভাগুলো হল- নরসিংদী জেলার ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী সদর, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড়।
আগের মতো এ নয় পৌরসভায় দলীয় প্রতীকে নির্বাচন হবে।
বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৫ দিনের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দলীয় প্রার্থী প্রত্যয়ন করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসি ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘ধর্ষণ-হত্যার হুমকি’র বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে
ধর্ষণ, হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচারবিস্তারিত পড়ুন

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত
দেশে খাদ্যের মজুত বৃদ্ধিতে ভারত থেকে আরও ৫০ হাজার টনবিস্তারিত পড়ুন

‘ঢাকার অলি-গলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে’
অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা জোরদার করতে ঢাকার অলিতে-গলিতে মোটরসাইকেল টহলবিস্তারিত পড়ুন