নয় বছর পর দ্বিতীয় চলচ্চিত্রে আইরিন তানি
ছোপ পর্দার পরিচিত মুখ আইরিন তানি। ‘লংমার্চ’, ‘রেড সিগন্যাল’, ‘শর্টকাট’, ‘মুদ্রাদোষ’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিলো’, ‘কাহিনী সংক্ষেপ’ প্রভৃতি নাটকের মতো বেশকিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এখনও তার অভিনীত বেশকিছু ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে কয়েকটি টিভি চ্যানেলে।
অভিনয় করেছন বড় পর্দাতেও। ২০০৭ সালে রিয়াজ, পপি, শামস সুমন ও আইরিন তানি অভিনীত ‘বিদ্রোহী পদ্মা’ ছবিটি মুক্তি পায়। বাদল খন্দকারের ওই ছবিতে নজর কেড়েছিলেন নবাগতা আইরিন তানি। তবে খবর হলো- প্রথম চলচ্চিত্র মুক্তির নয় বছর পর দ্বিতীয় চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নতুন ছবিটির নাম ‘কল্পনা’। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা আইরিনের নায়ক ইমরান ইমু। আরও অভিনয় করছেন স্বীকৃতি ও লুৎফর হাসান। ছবিটি পরিচালনা করছেন খান জেহাদ। সম্প্রতি নেত্রকোণায় ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে।
আইরিন তানি বলেন, ‘ছবিটিতে আমি নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছি। দেশাত্মবোধক একটি গল্প থাকছে ছবিটিতে। এর পাশাপাশি নর-নারীর প্রেমও আছে। কিছু সুন্দর গানও রাখা হয়েছে। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।’
প্রথম ছবির পর নানা কারণে অভিনয়ে নিয়মিত হতে পারেননি বলে জানান আইরিন তানি।
নির্মাতা খান জেহাদ জানান, দীর্ঘদিন ধরে নাটক ও মিউজিক ভিডিও তৈরি করেছেন। এবার বড়পর্দায় নিজেকে প্রমাণ করতে চান। ছবিটিতে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের সংকট ও উত্তরণের গল্প বলবেন তিনি।
ছবির নামের ব্যাপারে জানান, কল্পনা প্রসূত ও আশপাশের ঘটনা থাকছে গল্পে। তাই বলে এটা অবাস্তব নয়। এ কারণেই ছবির নাম ‘কল্পনা’।
বর্তমানে তানি ‘সাহেব বাবুর বৈঠকখানা’, ‘ফুল আর কাঁটা’, ‘বেগাবন্ড’সহ বেশকিছু ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন