পতাকা-ওড়া গাড়িও উল্টোপথে চলে : কাদের

অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উল্টো পথে গাড়ি চালান। এমনকি গাড়িতে পতাকা উড়িয়েও উল্টো পথে যান। অনেকে জাতীয় সংসদের স্টিকার লাগানো গাড়ি নিয়েও উল্টো পথে যান বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ঢাকা মোটর, বাইক ও অটোপার্টস প্রদর্শনী ২০১৬-এর উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সেমস গ্লোবাল মোটর, বাইক ও অটোপার্টসের এ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ২ এপ্রিল পর্যন্ত প্রদর্শনীটি চলবে।
ওবায়দুল কাদের বলেন, কষ্ট হলেও আমি কখনো উল্টো পথে যাই না। আমি মন্ত্রী হয়ে যাব কেন? আমি গেলে তো জনগণও উল্টো পথে যাবে।
উল্টো পথে গেলে বরং দুর্ঘটনার ঝুঁকি থাকে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মন্ত্রী বলেন, রাস্তায় মুড়ির টিন গাড়ি দেখলে কেমন যেন লাগে? আল্লার দান, বাবার দোয়া, মায়ের দোয়া নামে এসব গাড়ি চলে। আবার আল্লাহর নামে চলিলাম লেখা গাড়ি চলতে শুরু করেই খাদে পড়ে।
তিনি আরও বলেন, অনেকে মোবাইল ফোনে আলাপ করতে করতে রাস্তা পার হন। যদি তখন গাড়ি চাপা দেয়, তাহলে দোষ পড়ে চালকের। একটু সচেতন হলেই এ ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন