পদে আছি, পথে নেই : গয়েশ্বর
বিএনপির অনেক নেতা পদে থেকেও রাজপথে থাকেন না। আবার অনেকে পদ খোঁজেন, কিন্তু পথে নামেন না বলে বন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরাম ‘বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে’ এ আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, যারা রাজপথে ঘুরে ঘুরে রাস্তার ধূলা মাথায় নিয়ে পতাকা হাতে রাজনীতি করত, তাদের সংখ্যা দিন দিন হারিয়ে যাচ্ছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এখন অনেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসে রাজনীতিতে জড়িয়ে পড়ছে। যার ফলে মাঠের নেতা-কর্মীরা তাদের যথাযথ মূল্যায়ন না পেয়ে দিন দিন রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে। তাই বলা যায়, আমরা এখন পদে আছি পথে নাই, পদ খুঁজি কিন্তু পথে যাই না।’
তিনি আরো বলেন, ‘দেশে যেমন প্রাকৃতিক দুর্যোগ আসে, তেমনি রাজনীতিতেও প্রাকৃতিক দুর্যোগ আসে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বলে-কয়ে আসে না, তেমনি রাজনীতিতেও দুর্যোগ আসলে এক পক্ষ চলে যায় আরেক পক্ষ চলে আসে। তাই আমাদের সুসংগঠিত হয়ে সঠিক নেতৃত্বের মাধ্যমেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন