পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের দাবি
সহকারী শিক্ষক পদ থেকে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করেন সংগঠনের সভাপতি শাহিনুর আল আমীন।
তিনি বলেন, ‘সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। কিন্তু শিক্ষকদের সম্মন ও আর্থিক স্বচ্ছলতার বিষয়টি কখনই বিবেচনা করা হয়নি। বার বার শিক্ষকরা উপেক্ষিতই থেকেছেন।’
শতকরা ১৫ শতাংশ শিক্ষক তাদের কর্মজীবনে পদোন্নতি পান উল্লেখ করে তিনি বলেন, ‘একজন সহকারী শিক্ষক যে পদে নিয়োগ পান, সে পদ থেকেই অবসর নিতে হয়। কারণ এ পেশায় পদোন্নতির সুযোগ খুব কম। এ কারণে মেধাবী শিক্ষার্থীরা এ পেশায় আসতে চায় না।’
সরকারী শিক্ষকরা ক্রমাগত বৈষম্যের শিকার হচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনের পার্থক্য ছিলো এক ধাপ। ২০০৬ সালে এর পার্থক্য হলো ২ ধাপ। ২০১৪ সালে প্রকাশিত বেতন কাঠামোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনের পার্থক্য তৈরি করা হয়েছে ৩ ধাপ। অষ্টম পে স্কেলেও সহকারী শিক্ষকদের বেতন পার্থক্য একই।’
সংবাদ সম্মেলন থেকে নারায়নগঞ্জে শিক্ষক লাঞ্ছনার জন্য দায়ী সাংসদ সেলিম ওসমানের সংসদ পদ বাতিলের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো— প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকের নিচের ধাপে নির্ধারণ করা; সহকারী শিক্ষক থেকে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া; নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দূর করে সবার ক্ষেত্রে স্নাতক নির্ধারণ করতে হবে; সারা দেশে সহকারী শিক্ষক বদলি বন্ধ করা ও নীতিমালা সংশোধন করা; প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে একজন অফিস সহকারী নিয়োগ করা।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হালিমুজ্জামান, সদস্য এ কে এম খসরুজ্জামান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন