পদ্মায় ধরা পড়ল ৩২ কেজি ওজনের কাতলা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক শিকারীর জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের কাতলা মাছটি। আজ শুক্রবার দুপুরে উপজেলার পদ্মা নদীতে বড়ফাঁস জালে মাছটি ধরা পড়ে।
ধরা পড়ার পর মাছটি চরভদ্রাসন উপজেলা সদরের মাছ বাজারের আড়তদার মো. রফিক ২৫ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কেনেন ফারুক বেপারী নামের এক জেলের কাছ থেকে। মাছটি দেখতে চরভদ্রাসন বাজারে উৎসুক জনতা ভিড় করে। বাজারের মাছ ব্যবসায়ী জালাল মিয়া জানান, ৩২ কেজি ওজনের কাতলা মাছটি উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর নমুরসাম এলাকা থেকে ধরেন ওই এলাকার জেলে ফারুক বেপারী।
স্থানীয় সৌখিন মাছ শিকারী হাবিবুর রহমান জানান, এর আগে চরভদ্রাসনে এত বড় কাতলা মাছ ধরা পড়েনি। তবে প্রায় ছয় মাস আগে ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছিল। আজ শুক্রবার সন্ধ্যায় মাছটি ২৮ হাজার টাকায় কিনে নেন উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক উপজেলা সদরের আব্দুল সিকদারের ডাঙ্গি গ্রামের বাসিন্দা মোতালেব মোল্লা। ক্রেতা মোতালেব মোল্লা বলেন, “আমি আমার বাবা মুক্তিযোদ্ধা মাজহারুল হকের (৯২) জন্য মাছটি কিনেছি। বাবাকে এত বড় একটি মাছ খাওয়াতে পারব বলে টাকার কথা ভাবিনি।”
এই সংক্রান্ত আরো সংবাদ
ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন
নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন