বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরপর তিন উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

পরপর দুই রানআউটে যখন চান্দিমাল আর সিরিবর্ধণে বিদায় নিলেন তখন বাংলাদেশের সামনে বড় শঙ্কা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছিলেন কুশল মেন্ডিস আর অ্যাসেলা গুনারত্নে। আগের ম্যাচে সেঞ্চুরি করা কুশল মেন্ডিস তো এই ম্যাচেও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে ফেরালেন মোস্তাফিজুর রহমান। ম্যাচে মোস্তাফিজের এটা প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র উইকেটও বটে।

৭৬ বল খেলে ৪ বাউন্ডারিতে ৫৪ রান করেন মেন্ডিস। মেন্ডিস আর গুনারত্নে মিলে ৩৩ রানের জুটি গড়েছিলেন। মোস্তাফিজ সেই জুটিতে ভাঙন ধরান। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা অ্যাসেলা গুনারত্নেকেও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে দেননি মাশরাফি বিন মর্তুজা। ৪৪ বলে ৩৪ রান করা গুনারত্নেকে সাজঘরে ফেরত পাঠান মাহমুদউল্লাহর ক্যাচে পরিণত করে।

দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ার পরও থিসারা পেরেরা আর সেকুগে প্রসন্ন চড়াও হয়ে খেলতে শুরু করে দেন। মোস্তাফিজকে পরপর দুই বাউন্ডারি মেরে পেরেরা জানান দেন, তিনিও আক্রমণাত্মক হতে জানান। শেষ পর্যন্ত মোস্তাফিজের বলেই উড়িয়ে মারতে গিয়ে আকাশে বল তুলে দেন সেকুগে। লংঅফে দাঁড়িয়ে দারুণ ক্যাচটি তালুবন্দী করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এ রিপোর্ট লেখার সময় শ্রীলঙ্কার রান ৪৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০। ২৩ রান নিয়ে উইকেটে রয়েছেন থিসারা পেরেরা। নতুন ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা।

এর আগে পরপর দুটি রান আউট হয় শ্রীলঙ্কার। প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার চিত্রনাট্য একই। পার্থক্য শুধু সাকিবের জায়গায় মিরাজ আর চান্দিমালের জায়গায় সিরিবর্ধন। মিরাজের বল পয়েন্টে ঠেলে দিয়ে রান নিতে গেলে ভুল বোঝাবুঝির খেসারত দিতে হল। শুভাগত হোমের থ্রোতে মুশফিক স্ট্যাম্প ভেঙে দিলেন। আর এতেই বিদায় ঘন্টা বেজে গেল সিরিবর্ধনের।

শেষ এগারো বছরে কোন সিরিজের জয় পায়নি এমন হয়নি শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে সেই শঙ্কার সামনেই স্বাগতিকরা। তবে বাংলাদেশকে যে সহজেই ছেড়ে দিবে না তা শুরুতেই বুঝিয়ে দিচ্ছিলেন লঙ্কান দুই ওপেনার থারাঙ্গা ও গুনাথিলাকা। দুইজনে ব্যাট হাতে শুরু থেকেও চড়াও হয়ে খেলা শুরু করে স্বাগতিকদের এনে দেন ঝড়ো সূচনা। তবে নিজের তৃতীয় ওভারে বাংলাদেশ সিবিরে স্বস্তি এনে দিলেন মিরাজ। গুনাথিলাকাকে (৩৪) মাহমুদউল্লাহর তালুবন্দি করে সাজঘরে ফেরান এই তারকা।

গুনাথিলাকার বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারলেন না লঙ্কান অধিনায়ক উপল থারাঙ্গা (৩৫)। টাইগার পেসার তাসকিনের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া মেন্দিসকে সঙ্গে নিয়ে ভালোভাবেই চাপ কাটিয়ে তুলছিলেন চান্দিমাল। তবে এরপরই ঘটে ছন্দপতন। সাকিবের বল পয়েন্টে ঠেলে দিয়ে দুই রান নিতে গেলেন চান্দিমাল। দুইবার ক্রিজ পরিবর্তনের যথেষ্ঠ সময়ও পেয়েছিলেন দুই ব্যাটসম্যান। তবে ভাগ্য সহায় ছিল না চান্দিমালের। পা হালকা উপরে থাকার কারণে তাসকিনের থ্রোতে মুশফিকের বুদ্ধিদীপ্ত রান আউটে সাজঘরে ফিরতে হয় এই তারকাকে।

শুক্রবার বিকেলে বাংলাদেশের অনুশীলনের সময়ও ছিল মেঘের গর্জন। আকাশ কালো করে বৃষ্টি বৃষ্টি ভাব। তবে শেষ পর্যন্ত বৃষ্টি আসেনি। আর আজ (শবিবার) সকাল থেকেই কলম্বোর আকাশ পরিষ্কার। তবে আবহাওয়ার পূর্বাভাষ জানাচ্ছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা ছিল। তাই শুরুতে টসের বিষয়ে তেমন গুরুত্ব না দিলেও শেষ পর্যন্ত মাশরাফিও টস জিততে আগ্রহী। আর আজ টস নামক ভাগ্য পরীক্ষায় জয়ের দেখাও পেয়েছে বাংলাদেশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি