পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে দেখছেন ? এমন প্রশ্নের জবাবে যা বললেন মাশরাফি

মাশরাফি বিন মর্তুজাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে দেখছেন। দেশিয় একটি গণমাধ্যমকে এই প্রশ্নের কৌশলী উত্তর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক।
মাশরাফি বলেছেন, ‘সবাই তো আছে। এখন বাংলাদেশ ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়েছে, এখান থেকে শুধু এগিয়ে যাওয়াই সম্ভব। দু’একটা সিরিজ খারাপ হতে পারে। এটা প্রতিষ্ঠিত দলেরও হয়। তবে এখন যেখানে এসেছে, এখান থেকে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট সামনের দিকেই শুধু এগুবে। ’
অনেক বিতর্কের পর মাশরাফি টি-টোয়েন্টি থেকে অবসর নিলে টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডেতেও মাশরাফির পর অনেকে সাকিবকে অধিনায়ক মনে করছেন। তবে এই প্রশ্নে কারো নামই নিতে চাইলেন না মাশরাফি।
নিজের ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন মাশরাফি। আরো কতদিন খেলে যাওয়ার চিন্তা, এমন প্রশ্নে মাশরাফির জবাব, ‘দেখেন, কোন কিছুই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়। কারণ কালকেই একটা ইনজুরি হতে পারে। বা যে কোন সমস্যা হতে পারে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন