পরমাণু বোমাবহনে সক্ষম বি-২ বিমান এশিয়ায় পাঠাল আমেরিকা

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরমাণু বোমা বহনে সক্ষম তিনটি স্টেলথ বি-২ বোমারু বিমান পাঠিয়েছে আমেরিকা। দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং’র সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন এ পদক্ষেপ নিল ওয়াশিংটন।
এ তিন বোমারু বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন পরমাণু অস্ত্রভাণ্ডার তদারকির দায়িত্বে নিয়োজিত ইউএস স্ট্রাটেজিক কমান্ড। বোমারু বিমান তিনটিকে কোন ঘাঁটির জন্য পাঠানো হয়েছে ঘোষণায় তা উল্লেখ করা হয় নি। এ ছাড়া, এগুলো কতো দিনের জন্য পাঠানো হয়েছে তাও জানানো হয় নি। ঘোষণায় বলা হয়েছে, ভারত-এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে থাকাকালীন এ সব বি-২ বিমান ‘মিত্র বিমান বাহিনী’গুলোর সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবে।
এ ছাড়া, মার্কিন কেন্দ্রীয় অপারেশন্স সেন্টারের সঙ্গে বেতার যোগাযোগ বজায় রাখবে এ তিন বিমান। স্ট্র্যাটেজিক কমান্ড বলেছে, এ তিন বিমান অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করবে।
এ সব বিমান মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে পাঠানো হয়েছে এবং এগুলো পরমাণু ও প্রচলিত দুই ধরনের অস্ত্রই বহন করতে পারে। – সূত্র : আইআরআইবি
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন