পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ

ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়া সোমবার (২৪ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতিদানকারী প্রথম পশ্চিম ইউরোপের দেশ হিসেবে ইতালির ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় রাজনৈতিক পরামর্শক সভায় কো-চেয়ার হিসেবে যোগ দিতে আসা রিকার্ডো গুয়ারিগলিয়াকে স্বাগত জানান।
একই দিন, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ইতালির মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পক্ষে রিকার্ডো গুয়ারিগলিয়া। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং অভিবাসন বিষয়ক ইস্যুগুলো গুরুত্ব পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন