শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরিচালকের পক্ষে মুখ খুললেন দীপিকা, রণবীর ও শহিদ

পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাঁর নতুন ছবি ‘পদ্মাবতী’র শুটিংয়ের সময় গত শুক্রবার ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে হামলার শিকার হন। রাজপুত করনি সেনা নামে একটি সংগঠনের নেতাকর্মীরা তাঁকে থাপ্পড় মারে এবং তাঁর চুল ধরে টানাটানি করে। এমনকি তাঁরা এ সময় শুটিংয়ের সরঞ্জামও ভাঙচুর করে। এই হামলার বিষয়ে পরিচালকের পক্ষে অবশেষে মুখ খুলেছেন ‘পদ্মবতী’ ছবির অভিনয়শিল্পীরা। খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। তিনি শুক্রবারের ঘটনায় টুইটারে দুঃখ প্রকাশ করেছেন। দীপিকা টুইট করেন, ‘আমি রীতিমতো বিস্মিত! গতকালের ঘটনায় আমি গভীরভাবে মনঃক্ষুণ্ণ ও কষ্ট পেয়েছি।’ তিনি যোগ করেন, ‘এখানে ইতিহাসের কোনো বিকৃতি হয়নি। একজন সাহসী ও শক্তিশালী নারীর পবিত্র কাহিনীকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’

শহিদ কাপুর এই ছবিতে পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন। এ ঘটনা যখন ঘটেছে, তখন তিনি পরিচালকের পাশে ছিলেন না বলে টুইটারের রাগ ও দুঃখ প্রকাশ করেন। রাজপুত করনি সেনা নামে সেই সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ করে টুইট করেন, ‘তিনি এমন একজন পরিচালক, যাঁকে নিয়ে এই দেশের সবার গর্ব বোধ করা উচিত। আর যখন এই ছবিটি দেখবেন, তখন আপনারা বুঝবেন যে ছবিটি তিনি কোন উচ্চতায় নিয়ে গেছেন।’

রণবীর সিং ছবিতে সম্রাট আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন। তিনি রাজস্থানের সব মানুষ ও রাজপুত সম্প্রদায়কে উদ্দেশ করে টুইট করেন, “রাজস্থান ও রাজপুত সম্প্রদায়ের আবেগ ও স্পর্শকাতর বিষয়গুলো মনে রেখেই আমাদের পুরো টিম ‘পদ্মাবতী’ ছবির শুটিং করছিল। বনসালি স্যার ভারতের একজন অন্যতম নির্ভরযোগ্য ও রুচিসম্পন্ন পরিচালক, যিনি কখনোই কারো মনকে কষ্ট দিয়ে কিছু করবেন না। যা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমরা আশা করি, রাজস্থানের মানুষ বিষয়টি বুঝবে, আমাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করবে এবং তারা আমাদের সহযোগিতা করবে।’

ঘটনাটির পরপরই এই ছবির টিম তাঁদের বিরুদ্ধে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিষ্কার করে বলেন, পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির মধ্যে কোনো রোমান্টিক দৃশ্য নেই।

আকস্মিক এ ঘটনার পর সঞ্জয় লীলা বানসালি জয়পুরে শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেন এবং শিগগিরই মুম্বাইয়ে ফিরে আসবেন বলে জানা গেছে।

বলিউডের অন্যান্য তারকার মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, আমির খান, হৃতিক রোশান, করণ জোহর, আলিয়া ভাট, ফারহান আকতারসহ আরো অনেকে পরিচালক বানসালিকে সমর্থন করেন এবং এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ক্ষোভ প্রকাশ করেন।

রাজস্থানের জয়পুরে আলাউদ্দিন খিলজি ও রানী পদ্মাবতীকে কেন্দ্র করে বলিউডের পরিচালক সঞ্জয় লীলা বানসালি ‘পদ্মাবতী’ নামের একটি সিনেমার শুটিং করছিলেন। এ দুজনের সম্পর্ককে ভুলভাবে দেখানো হচ্ছে—এমন অভিযোগ তুলে পরিচালকের ওপর হামলা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন