শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেসবুকে আলাপ, এরপর প্রেম, আর সেই প্রেমের টানে তরুণীকে হত্যা

ফেসবুকে আলাপ থেকে প্রেম। আর সেই প্রেমের টানে আমেরিকায় চাকরি করতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হওয়া।

এরপর ভারতের ভোপালের সাকেত নগরে প্রেমিকের সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করা। পরে ফোনে কথা বলার সময় বাঁকুড়ায় কর্মরত ব্যাংক ম্যানেজার বাবাকে বলা, আমেরিকা থেকে ফোন করছি। যার টানে ঘরছাড়া শেষ পর্যন্ত প্রেমিকা আকাঙ্ক্ষা শর্মাকে খুন করে মেঝেতে পুঁতে রেখে দিল সেই প্রেমিকই। ঘটনাটি ঘটেছে ভোপালের সাকেত নগরে।

বাঁকুড়া পুলিশের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিক উদয় দাসকে গ্রেপ্তার করেছে ভোপাল পুলিশ। খুনে সাহায্যকারী আরেক যুবকের খোঁজে তল্লাশি চলছে। মেঝের মার্বেল খুঁড়ে আকাঙ্ক্ষা শর্মার লাশ উদ্ধারের কাজ চলছে। রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে কর্মসূত্রে বাঁকুড়ায় থাকেন আকাঙ্ক্ষার বাবা। বাবা–মা তাকে আদর করে ডাকতেন শ্বেতা বলে। জানা গেছে, আদতে পাটনার বাসিন্দা হলেও আকাঙ্ক্ষার পড়াশোনা দিল্লিতে। সেই কারণে দিল্লিতেই থাকতেন আকাঙ্ক্ষা। পড়াশোনার ফাঁকে সময় কাটাতেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানেই ভোপালের উদয় দাসের সঙ্গে তার পরিচয়। উদয়ও দিল্লিতে থাকতেন। দ্রুত দু’জনের মধ্যে যোগাযোগ, ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

পুলিশ জানিয়েছে, সম্পর্কের টানেই গত বছর জুন মাসে ভোপালের পথে উদয়ের সঙ্গে পা বাড়ান আকাঙ্ক্ষা। সেখানে গিয়ে থাকতে শুরু করেন। যাওয়ার আগে বাবাকে বলেন আমেরিকায় চাকরি করতে যাচ্ছেন। বাবার সঙ্গে ফোনে নিয়মিত কথা হতে থাকে। এক সময় বাবাকে আকাঙ্ক্ষা জানান, আমেরিকা থেকে ফোন করছেন। মোবাইল রোমিংয়ে আছে। কিন্তু ডিসেম্বরের শেষদিক থেকে ফোন আসা বন্ধ হয়ে যায়। উদ্বিগ্ন বাবা যোগাযোগ করেন বাঁকুড়া পুলিশের সঙ্গে। মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানান। তদন্তে নেমে মোবাইল নম্বর ধরে তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে ভোপালের সাকেত নগরের নবীনপুরা এলাকায় শেষ কয়েক মাসের অবস্থান পাওয়া যাচ্ছে। সঙ্গে আরেকটি নম্বরের সঙ্গে দিনে কয়েকবার যোগাযোগ হয়েছে এমনটা দেখা যায়। জানা যায়, নম্বরটি উদয় দাস নামে এক যুবকের। মোবাইল টাওয়ারের অবস্থান থেকে উদয়ের বাড়ির ঠিকানায় পৌঁছে যায় বাঁকুড়ার পুলিশ। যোগাযোগ করে ভোপাল পুলিশের সঙ্গে। টানা জেরার পর উদয় স্বীকার করে ডিসেম্বরে আকাঙ্ক্ষাকে খুন করে বাক্সে ভরে ঘরের মধ্যে পুঁতে দিয়েছে। এক বন্ধু এ কাজে তাকে সাহায্য করেছে।

বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হিরা জানিয়েছেন, উদয়ের স্বীকারোক্তির পর তাকে গ্রেপ্তার করা হয়। প্রেম কী করে দ্রুত আক্রোশে পরিণত হল?‌ এক সঙ্গে থাকতে শুরু করার পর কী কারণে আকাঙ্ক্ষার সঙ্গে গোলমাল?‌ কেনই বা উদয় আকাঙ্ক্ষাকে খুন করল?‌ উদয়কে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের প্রয়োজনে উদয়কে নিয়ে আসা হতে পারে বাঁকুড়ায়।

সূত্র : আজকাল

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ