রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরিত্যক্ত ম্যাচগুলো যে দিন মাঠে গড়াবে

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে এখন পর্যন্ত মাঠে গড়ায়নি এবারের বিপিএল। পরিত্যক্ত হয় উদ্বোধনী দিনের দুটি ম্যাচ। আসরের দ্বিতীয় দিনেও একই কারণে পরিতক্ত হয় ম্যাচগুলো। তাই আপাতত স্থগিত হলো বিপিএল। তবে আকাশের মেঘ না কাটলেও বিপিএলে জমাট মেঘ সরে যাচ্ছে। আগামী ৮ নভেম্বর থেকে নতুন করেআসর শুরুর পথে যে জটিলতা ছিল, তাও কেটে গেছে। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস এক পয়েন্ট ভাগাভাগির পর আবার রিপ্লে খেলতে রাজি হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী আগের অবস্থান থেকে সরে প্রথম ম্যাচটি আবার খেলার ইচ্ছা প্রকাশ করার অর্থ, আগামী পরশু মঙ্গলবার থেকে যথার্থই বিপিএল নতুন করে শুরু হচ্ছে। আসরের পয়েন্ট টেবিলে জয়-পরাজয় ও পয়েন্ট নির্ধারিত হবে ৮ নভেম্বর থেকেই।

আয়োজক বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে, ৪ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের পণ্ড হওয়া এবারের বিপিএলের উদ্বোধনী খেলাটি নতুন করে অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। একইভাবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটি নতুন করে মাঠে গড়াবে ১০ নভেম্বর। এছাড়া ৫নভেম্বর না হওয়া চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডায়নামাইটসের খেলা দুটি হবে ১৪ নভেম্বর।

বলে রাখা ভালো, আগের সূচিতে ১৩ নভেম্বর ঢাকায় প্রথম পর্বের শেষ দিন রাখা হয়েছিল। ওই দিন খেলার পর ১৭ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হওয়ার কথা ছিল। বন্দর নগরীর সে সূচি ঠিকই থাকবে। শুধু ঢাকায় ১৩ নভেম্বরের বদলে ১৪ নভেম্বর পর্যন্ত খেলা চলবে।

এদিকে আজ যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস এবং বরিশাল বুলস ও খুলনা টাইটান্সের খেলা দুটি এখন আর একদিনে হবে না। ভিন্ন ভিন্ন দিন ও ভেন্যুতে হবে। এর মধ্যে রংপুর ও রাজশাহীর খেলাটি হবে ২০ নভেম্বর, চট্টগ্রামে। আর বরিশাল ও খুলনার ম্যাচ হবে ২৮ নভেম্বর, ঢাকায়।

পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং কিংসের খেলা দিয়ে বিপিএল মাঠে গড়াবে। একই দিন বরিশাল বুলস মুখোমুখি হবে ঢাকা ডাইনামাইটসের।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির