পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমিন খান
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আমিন খান এবার চলচ্চিত্র প্রযোজকের খাতায় নাম লেখালেন। আইকন এন্টারটেইনমেন্টের শিরোনামের এ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্রে অভিনয় করবেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে মাহির বিপরীতে অভিনয় করবেন নবাগত আসিফ। সিনেমাটি পরিচালনা করবেন- বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা মালেক আফসারী। সিনেমাটির গল্প লিখেছেন রফিক-উজ-জামান।
২৩ অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত রেঁস্তোরায় আইকন এন্টারটেইনমেন্টর সঙ্গে চুক্তিবদ্ধ হন সিনেমার পরিচালক, নায়ক ও নায়িকা।
এ প্রসঙ্গে আইকন এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা আমিন খান বলেন, ‘আমি অনেকদিন ধরে ভাবছি- সিনেমা প্রযোজনা করবো। আমার ভাবনাটা ছিল নতুনদের নিয়ে সিনেমা নির্মাণের। আমি এ সিনমোয় অভিনয় করব না। আমি অনেক সিনেমায় অভিনয় করেছি। এখন নতুনদের কাজের সুযোগ দিতে চাই। তাই আমার প্রযোজিত প্রথম সিনেমায় নতুনদের নিয়ে শুরু করেছি। হিরো হিসেবে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি প্রযোজক হয়েও সেই ভালোবাসা পেতে চাই।’
সিনেমাটির নির্মাতা মালেক আফসারী বলেন, ‘আমিন খান সিনেমা প্রযোজনা করবেন এটা শুনে ভাবছিলাম আমিন খান নিজেই হয়তো নায়ক হিসেবে অভিনয় করবেন। কিন্তু আমিন খান বললেন, আমি অভিনয় করব না। নতুনদের নিয়ে কাজ করব। আমিন খানকে নিয়ে আমি সিনেমা নির্মাণ করেছি। তার সঙ্গে আমার বোঝাপাড়াটা অনেক ভালো। এবার প্রযোজক ও নির্মাতা হিসেবেও বোঝাপাড়াটা ভালো হবে বলে আশা করছি।’
মাহিয়া মাহি বলেন, ‘আমি সিনেমার গল্প না শুনে কাজ করি না। কিন্তু একমাত্র এ সিনেমাটির গল্প না শুনেই আমি কাজ করতে রাজি হয়েছি। এ সিনেমার পরিচালক মালেক আফসারী স্যার। তিনি অনেক বিখ্যাত একজন পরিচালক। এছাড়া সিনেমাটি প্রযোজনা করছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান স্যার। এ দুজনের নাম শুনেই আমি এক বাক্যে রাজি হয়ে গেছি। এরকম দুজন মানুষ যে সিনেমাটি নির্মাণ করবেন তা অবশ্যই ভালো সিনেমা হবে।’
মাহি বর্তমানে মেহের আফরোজ শাওনের পরিচালনায় কৃষ্ণপক্ষ ছবিতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রিয়াজ।
নবাগত আসিফ এখন এস এ হক অলিকের নির্মিতব্য এক পৃথিবী প্রেম সিনেমায় অভিনয় করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন