পরিবারে সবচেয়ে বেশি শিক্ষিত রণবীর!
এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে বিশেষ মুখ খোলেন না রণবীর কাপুর। কিন্তু কোনো প্রশ্ন উঠলেই সটান জবাব দিয়ে দেন তিনি। খুব একটা রাখঢাক না করেই ফাঁস করে দেন অতীতের রহস্য। জগ্গা জাসুস মুক্তির আগেও ঠিক তেমনটাই করলেন জুনিয়র কাপুর। ঋষি-পুত্রের দাবি, তিনিই তাঁর পরিবারের সবচেয়ে বেশি শিক্ষিত পুরুষ।
নিজের বোল্ড ইমেজের জন্য প্রায় দিনই খবরে থাকেন ঋষি কাপুর। বিশেষ করে তাঁর মেজাজি টুইটগুলির সৌজন্যে। বাবার এই মেজাজকেই ছোটবেলায় বেজায় ভয় পেতেন রণবীর। বিশেষ করে যখন তাঁর পরীক্ষার ফল খারাপ হতো। ছেলের সঙ্গে রেজাল্ট আনতে স্কুলে যেতেন নিতু কাপুর। যথারীতি রণবীরের ফল ভালো হতো না এবং নীতু তাঁকে ভয় দেখাতেন বাবাকে বলে দেবেন বলে। ভয় পেয়ে রণবীর মাকে কথা দিতেন, পরের বছর তাঁর পরীক্ষার ফল ভালো হবেই।
এত কিছুর পরও তাঁর পরিবারের সবচেয়ে শিক্ষিত পুরুষ রণবীরই, কারণ তিনিই একমাত্র দশম শ্রেণির পরীক্ষা পর্যন্ত ফেল করেননি। আর ৫৬ শতাংশ নম্বর পেয়ে পাস করেছেন। আর এতেই বেশ খুশি জুনিয়র কাপুর। কারণ তার বাবা ঋষি নিজে অষ্টম শ্রেণিতে ফেল করেছিলেন। আর তাঁর ঠাকুরদা ফেল করেছিলেন ষষ্ঠ শ্রেণিতে। এঁদের থেকে অন্তত তিনি বেশি পড়াশোনা করেছেন, এতেই বেশ খুশি রণবীর।
তবে পড়াশোনায় তেমন ভালো না হলেও স্কুলে একটি কাজ খুব ভালো করতেন রণবীর। ফুটবল খেলতে ভীষণই ভালোবাসতেন অভিনেতা। তাই সময় পেলেই ছুটে যেতেন স্কুলের ময়দানে। ফুটবলের প্রতি নায়কের প্রেম এখনও বর্তমান রয়েছে। অভিনয়ের পাশাপাশি সুযোগ পেলেই নেমে যান মাঠে। পায়ে ঠেলে বল জালে জড়িয়ে দেওয়ার আনন্দই আলাদা বলে জানিয়েছেন অভিনেতা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন