পরিবার আর কোচকে পুরস্কার উৎসর্গ করলেন মিরাজ

যুব বিশ্বকাপে বাংলাদেশের দলীয় সাফল্য হয়তো খুব একটা বড় নয়, কিন্তু ব্যক্তিগত অর্জনে সবাইকে ছাড়িয়ে গেছেন স্বাগতিক অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। পেয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যুব বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো খেলোয়াড় এই পুরস্কার জিতেছেন।
এই পুরস্কার জিতে দারুণ খুশি বাংলাদেশ অধিনায়ক। তাঁর এই অর্জনের পেছেনে যাঁদের সবেচেয়ে বেশি অবদান, সেই পরিবার ও কোচকে তিনি উৎসর্গ করেছেন এই পুরস্কার।
সোমবার মেহেদি হাসান মিরাজ সাংবাদিকদের বলেন, ‘যেকোনো পুরস্কারই আমার কাছে ভালো লাগার। যুব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় পুরস্কার। আমার এই পর্যায়ে আসার পেছেনে সবচেয়ে বেশি অবদান আমার পরিবার ও কোচ মিজানুর রহমানের। তাই তাঁদেরই এই পুরস্কার উৎসর্গ করেছি আমি।’
এবারের যুব বিশ্বকাপে ব্যাট ও বল হাতে দারুণ সাফল্য দেখিয়েছেন মিরাজ। টানা তিন ম্যাচে অর্ধশতক করে রেকর্ড গড়ার পাশাপাশি ৬০.৫০ গড়ে ব্যাট হাতে ছয় ম্যাচে ২৪২ রান করেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তাঁর অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচে ২৫৯ রান করে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন নাজমুল হোসেন শান্ত।
শুধু ব্যাট হাতেই মিরাজ সাফল্য দেখাননি, বল হাতেও বেশ উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনি। ছয় ম্যাচে তিনি নিয়েছেন ১২ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন