মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা

পরিবার ও সরকারের দ্বিমুখী বক্তব্য : সত্য বলছে কে?

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের। ফাঁসিতে ঝুলানোর কয়েকঘণ্টা আগে সরকারের পক্ষ থেকে বলা হয় সাকা এবং মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। তবে সাকা এবং মুজাহিদের সাথে দেখা করে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তাদের পরিবার। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন, তাহলে সত্য বলছে কে? সরকার নাকি সাকা-মুজাহিদ পরিবার?

গত ২১ নভেম্বর শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এ ২ যুদ্ধাপরাধীর। এর আগে শনিবার সকাল ১০টার দিকে সাকা চৌধুরী এবং মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে জানায় কারা অধিদপ্তর। দুই ম্যাজিস্ট্রেট কারাগারের রজনীগন্ধা সেলে গিয়ে পৃথকভাবে সাকা চৌধুরী ও মুজাহিদের সঙ্গে দেখা করে তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা আনুষ্ঠানিকভাবে জানতে চাইলে তারা লিখিতভাবে এই প্রাণভিক্ষার আবেদন করেন বলে গনমাধ্যমকে জানানো হয়।

অন্যদিকে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বিষয়টি নিশ্চিত করেন। সাকা চৌধুরী এবং মুজাহিদ প্রাণভিক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন বলে গণমাধ্যমকে জানান মন্ত্রী। এরপরই সাকা এবং মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নামঞ্জুর করেন বলে জানান তিনি।

এরপর রাত পৌনে ১১টার দিকে কারাগারের ভেতরে সাকা চৌধুরীর সাথে দেখা করে আসার পর উপস্থিত সাংবাদিকদের সাকা চৌধুরীর বড় ছেলে হুম্মাম কাদের চৌধুরী জানান, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি অস্বীকার করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন।

ওইদিন হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘আমি বাবাকে জিজ্ঞেস করেছি প্রাণ ভিক্ষার আবেদন করেছেন কি না। জবাবে বাবা বলেছেন, কে বলেছে এমন বাজে কথা।’ হুম্মাম চৌধুরী আরও বলেন, ‘আমি যখন বাবাকে বলি সরকার বলছে এ কথা। উত্তরে তিনি বলেন, ‘নির্বাচনে তাকে হারাতে না পেরে এখন তার প্রাণ কেড়ে নিচ্ছে।’

অন্যদিকে আলী আহসান মুহাম্মদ মুজাহিদও তার ছেলের সাথে শেষ সাক্ষাতে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি অসত্য বলে দাবি করেছেন। ফাঁসির পর রোববার ভোরে মুজাহিদের মরদেহ ফরিদপুরে নিজ বাড়িতে পৌঁছানোর পর তার ছেলে মাবরুর এ দাবি করেন। মুজাহিদের ছেলে বলেন, ‘প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি ভিত্তিহীন, বোগাস এবং প্রশাসনের একটি সাজানো নাটক। মৃত্যুদণ্ড কার্যকরের আগে কারাগারে বাবা (মুজাহিদ) জানিয়েছেন তিনি কোনো মার্সি পিটিশন করেননি।’

এসময় মাবরুর দাবি করেন, মুজাহিদ তাকে বলেন, ‘এ জালিম সরকারের কাছে আমার প্রাণভিক্ষা চাওয়ার প্রশ্নই ওঠে না। এই সরকার গত ৫ বছর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে মিথ্যাচার করেছে।’

এদিকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের পরিবারের অভিযোগকে উড়িয়ে দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী বলেন, ‘মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও তা নিয়ে তাদের পরিবার বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। আমি পরিষ্কার করে বলতে চাই, উনারা (সালাউদ্দিন কাদের ও মুজাহিদ) যে দরখাস্ত করেছিলেন, তা সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহারের জন্য।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা। ক্ষমা না চাইলেও কিন্তু রায় কার্যকর করতে পারতাম। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে অবান্তর, এটা একটা ইস্যু সৃষ্টি করা।’

একইদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা ধরেই নিয়েছিলাম তারা (সাকা ও মুজাহিদ) ক্ষমা চাইবেন না কিন্তু শনিবার সকালের দিকে মুজাহিদ সাহেব যে আবেদন করেছিলেন তার শিরোনামেই আর্টিকেল ফর্টিনাইনের কথা ছিল। আর সালাউদ্দিন কাদের আবেদন করেছেন ইংরেজিতে। সেখানেও শেষ দিকে আর্টিকেল ফর্টিনাইনের কথা আছে।’

সালাউদ্দিন কাদের ও মুজাহিদ যে আবেদন করেছেন, তার প্রমাণ সরকারের হাতে আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তাদের পরিবার বললে হবে না। কারণ আমাদের কাছে চিঠিপত্র রয়েছে, প্রমাণ রয়েছে। তাদের লিখিত অ্যাপ্লিকেশন আমাদের হাতে রয়েছে। সেই অ্যাপ্লিকেশনের যৌক্তিকতা আছে কি না এবং অ্যাপ্লিকেশন যথার্থ হয়েছে কি না সে ব্যাপারে আইনমন্ত্রীর মতামত নিয়েই আমরা বাকি কাজ করেছি। কাজেই এখানে আর কথা বলার অবকাশ নেই।’

রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে সাকা চৌধুরী ও মুজাহিদ পরিবার এবং সরকারের মধ্যে দ্বিমুখী এ বক্তব্যের কারণে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন। সরকার এবং পরিবারের দ্বিমুখী এ বক্তব্যের কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ অনেক জায়গায় চলছে আলোচনা-সমালোচনা।পরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন সাংবাদিকরা দেখতে চাইলে, তা দেখানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী। বিডি ২৪ লাইভ

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র