পরিসংখ্যানও বলছে মুস্তাফিজই সেরা
প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র দু’বছর আগে পা রেখেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন এক বছর আগে। কিন্তু এত অল্প সময়েই বাংলাদেশের মুস্তাফিজুর রহমান জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা বোলারদের তালিকায়। স্লোয়ার কাটারের অপূর্ব সমন্বয় ঘটিয়ে মুস্তাফিজ যে বোলিং কৌশল ক্রিকেটের ২২ গজে প্রয়োগ করে চলেছেন, তাতে পরাস্ত বিশ্বসেরা ব্যাটসম্যানরাও। পুরো ক্রিকেট বিশ্বই মুগ্ধ মুস্তাফিজে। কেউ কেউ তাকে তুলনা করতে শুরু করে দিয়েছেন ওয়াসিম আকরামদের মতো কিংবদন্তি বোলারদের সঙ্গে। কেউ আবার বর্তমান বিশ্বের সেরা বোলারের মর্যাদাও দিতে শুরু করেছেন তাকে। কিন্তু পরিসংখ্যান কি বলছে?
গত বছর ২৪ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মুস্তাফিজ; পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে। এখন অবধি বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মোট ২ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ১৪.৫০ গড় ও ২.৫৫ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৪টি। ৯ ওয়ানডেতে ১২.৩৪ গড় ও ৪.২৬ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ২৬টি। অন্যদিকে, ১৩ টি২০ ম্যাচে ১৩.৯৫ গড় ও ৫.৯৮ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ২২টি। প্রথম শ্রেণির ক্রিকেটেও সমান উজ্জ্বল তিনি। আর পরিসংখ্যান কিন্তু বলছে, ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে মুস্তাফিজ্ বর্তমানে বিশ্বসেরা বোলারদের একজন। বিশেষত ব্যাটসম্যানদের জন্য দাপট দেখানোর খেলা টি২০ ক্রিকেটে মুস্তাফিজ এক অন্যন্য বোলার।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে মুস্তাফিজের সেই সেরার রূপগুলোই তুলে ধরেছে; বিশেষ করে টি২০ ক্রিকেটে। গত বছরের ২৪ এপ্রিল থেকে এখন অবধি টি২০ ক্রিকেটে (আন্তর্জাতিক নয়) কম করেও ৭৫ ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে গড়ের হিসাবে মুস্তাফিজই সেরা। অন্যদিকে, সেরা ইকোনমির বোলারদের মধ্যে তিনে রয়েছেন মুস্তাফিজ। আর ডেথ ওভার তথা ১৫ থেকে ২০ ওভারে বোলিং করার ক্ষেত্রে সফলতায় নিজেকে সবার উপরে টেনে নিয়েছেন মুস্তাফিজ।
গত ১ বছরে ৪৮ জন বোলার যারা কমপক্ষে ৭৫ ওভার বল করেছেন (টি২০ ক্রিকেটে) তাদের নিয়ে একটি পরিসংখ্যান করা হয়েছে ক্রিকইনফোর ওই প্রতিবেদনে। যেখানে মুস্তাফিজই শীর্ষে রয়েছেন গড়ের হিসাবে। তার বোলিং গড় ১৫.২৭। ইকোনোমি রেট ৫.৯২। গড়ের হিসাবে পরের দুটি স্থানে রয়েছেন যথাক্রমে জিম্বাবুয়ের গ্রামার ক্রেমার (গড় ১৫.৪৮) এবং ইংল্যান্ডের রবি বোপারা (গড় ১৫.৫৮)। এ ছাড়া ১৬.১৩ গড় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কেভিন কুপার এবং ১৬.৩৪ গড়ে নিয়ে বাংলাদেশের আরেক পেসার আল আমিন হোসেন রয়েছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।
সেরা ইকোনোমি রেটের (টি২০ ক্রিকেটে) বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন (৫.৭১)। দ্বিতীয় স্থানে রয়েছে আরেক স্পিনার, ভারতের রবিচন্দ্রন অশ্বিন (৫.৭১)। আর ৫.৯২ ইকোনমি রেট নিয়ে মুস্তাফিজ রয়েছেন তিন নম্বরে। টি২০ ক্রিকেটে তাই পেসারদের মধ্যে সেরা ইকোনমি রেটেও কিন্তু মুস্তাফিজুর রহমানেরই।
গত এক বছরে টি২০ ক্রিকেটে উইকেট নেওয়ার ক্ষেত্রেও বেশ এগিয়ে রয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। তিনি ৪৩টি উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি (৪৫ উইকেট) এবং বাংলাদেশের আল-আমিন (৪৪ উইকেট)।
প্রতিযোগিতামূলক ক্রিকেটের সর্বোচ্চ লেভেলে মুস্তাফিজের বিচরণ খুব বেশি দিনের নয়। সময়ের পরিক্রমায় তাই এক সময় তার পরিসংখ্যানগুলো অনেকটাই পাল্টে যাবে এ কথা নিশ্চিত; তবে এটাও কিন্তু নিশ্চিত, পরিসংখ্যান ভবিষ্যতে যে কথাই বলুক না কেন মুস্তাফিজ তার বৈচিত্র্যময় বোলিং প্রতিভায় অনন্য হয়ে রইবেন ক্রিকেট ইতিহাসে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন