পরিসংখ্যান বলছে মুশফিকই সেরা অধিনায়ক, তবুও বাদ দিতে চায় বিসিবি
ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদ টেস্টে ১২৭ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। তবুও নিজেকে দলের সেরা ব্যাটসম্যান মানতে নারাজ মুশফিক। যদিও পরিসংখ্যান বলছে, বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই সেরা অধিনায়ক মুশফিক। পাঁচটি জয়ই এসেছে তার অধীনে। আর কোনো বাংলাদেশি অধিনায়কের এতগুলো জয়ের নজীর নেই।
কিন্তু, সাম্প্রতিক সময়ে এই ‘সেরা অধিনায়ক’ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুশ্চিন্তার কারণ। মুশফিকের অদূরদর্শী ও নেতিবাচক অধিনায়কত্বের কারণে মাঠে বাংলাদেশকে ভুগতে হয়েছে বলে মনে করছে সংস্থাটি। একই সাথে অধিনায়কত্বের চাপ মুশফিকের ব্যাটিংয়েও প্রভাব পড়ছে বলে মনে করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাই মনে করেন, মুশফিকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে। তিনি হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক টেস্ট ম্যাচ উপভোগ করার ফাঁকে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, গত মাস ছয়েক ধরেই মুশফিককে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার কথা ভাবছে বিসিবি।
যদিও, অধিনায়কত্ব বা উইকেটকিপিং-কোনো দায়িত্ব চালিয়ে যেতেই আপত্তি নেই মুশফিকের। যদিও সিদ্ধান্তটা তিনি ছেড়ে দিচ্ছেন বিসিবির ওপর, ‘আমি যদি দু্টি বা তিনটি দায়িত্বে থাকি, তার মানে বোর্ড বা টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রাখছে। আমার দায়িত্ব তিনটি দায়িত্বই ভালো ভাবে পালন করা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন