পরীক্ষার্থী ১২ হাজার, কৃতকার্য ২০ হাজার!

ভারতের ডক্টর বিআর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব এডুকেশন (বিএড) পরীক্ষার ফল প্রকাশ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের অধীন নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৮০০ জন দেখানো হলেও বিএড পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ২০ হাজার! এমন ভূতুড়ে ঘটনায় ফলাফল স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
এদিকে এ ঘটনায় ফেঁসে যেতে বসেছে বিশ্ববিদ্যালয়টির অধীনে থাকা বেশ কিছু বেসরকারি কলেজ। অনিয়ম-দুর্নীতির দায়ে কলেজগুলোর কর্তা ব্যক্তিদের জেলের ঘানিও টানতে হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র অধ্যাপক মনোজ শ্রীবাস্তব জানিয়েছেন, উপাচার্য মোহাম্মদ মুজাম্মিল এ বিষয়ে অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করেছেন। কমিটি নির্ধারিত শিক্ষার্থী ছাড়া অতিরিক্ত পরীক্ষার্থীদের কৃতকার্য হওয়ার বিষয়টি খতিয়ে দেখবে।
শ্রীবাস্তব বলেন, ‘এই রহস্যজনক সাত হাজার শিক্ষার্থীর বিষয়ে জানা গেছে বিএড পরীক্ষার ফলাফল তৈরির সময়। একটি বেসরকারি এজেন্সি এই ফলাফল তৈরি করেছে। শেষ মুহূর্তে তারা জানিয়েছে, তাদের কাছে ১২ হাজার ৮০৯ জন শিক্ষার্থীর তথ্য রয়েছে, অথচ ২০ হাজারের বেশি শিক্ষার্থীর খাতা দেখা হয়েছে!
এ বিষয়ে তদন্ত শুরুর আগেই বেশ কিছু কলেজ থেকে জানানো হয়েছে, তারা বরাদ্দকৃত আসনের বিপরীতে বেশি শিক্ষার্থী ভর্তি করেছে এবং এই শিক্ষার্থীই অতিরিক্ত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন