পরীক্ষার ফল পেলেও তদন্তের ফল আসেনি : তনুর মা
পরীক্ষার ফল চলে আসলেও তনু হত্যা মামলার ফল চার মাস ১৫ দিনেও আসেনি। এ নিয়ে মামলার তদন্ত কর্মকর্তাও কোনো কথা বলছেন না। তাহলে তনু হত্যা মামলাও কি তনুর সাথে সাথে দাফন হয়ে গেছে?- এমন প্রশ্ন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নিহত সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম।
আনোয়ারা বেগম বলেন, বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোয়িরা কলেজের ইতিহাস বিভাগের ফল প্রকাশিত হয়েছে। তাতে তনু দুই দশমিক আট তিন নম্বর পেয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত পরীক্ষায় ফল প্রকাশিত হলেও তনু হত্যা মামলার তদন্তের কোনো ফল আমরা পেলাম না। আজ শুক্রবার তনুর মা আনোয়ারা বেগম এ প্রতিবেদককে এসব কথা বলেন।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউসের পাশের জঙ্গলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ পাওয়া যায়। ২১ মার্চ তার বাবা এয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে দেশব্যাপী তুমুল আন্দোলন হলেও তনু হত্যা মামলা তদন্তের ন্যুনতম অগ্রগতি হয়নি। শুধুমাত্র তনুর কাপড়ে তিন পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া ছাড়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন