পরীক্ষার ফির অংশ না পেয়ে শিক্ষককে মারধর
ময়মনসিংহের ভালুকায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদানরত সহকারী শিক্ষক হাফিজ উদ্দীনকে পিটিয়ে আহত করেছেন হারুন অর রশীদ নামে এক ইউপি মেম্বার।
০৩ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করেছে।
জানা যায়, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজ উদ্দীন সকাল সাড়ে ১১টার সময় সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বাংলা প্রথম পত্র পড়াচ্ছিলেন। এ সময় পাঁচগাঁও গ্রামের মরহুম আবুল কাসেম ফজুলল হকের ছেলে ৮নং ডাকাতিয়া ইউনিয়নের ৮নং পাঁচগাঁও ওয়ার্ডের মেম্বার ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশীদ শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক হাফিজকে অতর্কিতভাবে মারধর করেন। ওই সময় শিক্ষকের মুখ রক্তপাত হয়। এ সময় ছাত্র-ছাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সপ্তম শ্রেণি হতে বেড়িয়ে ষষ্ঠ শ্রেণিকক্ষে প্রবেশ করে সহকারী শিক্ষক রুফুল আমীনকে মারতে উদ্যত হলে মোশারফ হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা বাধা দেন। এ সময় মেম্বার একটি হাজিরাখাতা ছিড়ে বাইরে ফেলে দেন।
আহত শিক্ষক হাফিজ উদ্দীন জানান, কোন কিছু বোঝার আগেই তিনি হামলার শিকার হন।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আব্দুল মতিন জানান, অভিযুক্ত হারুন মেম্বার বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর ভর্তি ও পরীক্ষার ফির টাকা থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় ক্ষীপ্ত হয়ে শিক্ষককে মারধর করেছেন ওই মেম্বার। এর আগেও সে প্রধান শিক্ষককে চাঁদা নিয়ে তাড়া করেছিলেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মেহের উল্লাহ ফকির বাবুল, সাইদুল ইসলাম, জয়নাল আবেদীন ফকির, ছাত্র অভিভাবক আফতাব উদ্দীন, আফাজ উদ্দীন, মজিবর রহমান, মনোয়ার হোসেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও শিক্ষার জন্য হুমকি উল্লেখ করে এর প্রতিকারের দাবি জানিয়েছেন। ছাত্র-ছাত্রীরা বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
এ ঘটনায় এলাকার ছাত্র-অভিভাবকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাটি উল্লেখ করে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে অভিযুক্তদের ধরার জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন