পরীক্ষার সময় চলছে লোডশেডিং আলো আধারের লুকোচুরি
মোঃ তোফায়েল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : গতকাল থেকে শুরু হয়েছে শিক্ষার্থী জীবনের প্রাথমিক স্তরের এসএস সি ও সমমানের পাবলিক পরীক্ষা। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপ এই পরীক্ষা। কিন্তু ঠিক সেই সময় ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে আলো আধারের লুকোচুরি খেলা।
এ নিয়ে সংশয়ে আছেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী ও অভিবাবক মহল। এসএসসি সমমানের পরীক্ষা শুরুর আগের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি রাতে শুরু হয় ঠাকুরগাঁও শহরে লোডশেডিং। থেমে থেমে এক ঘণ্টা করে দেয়া হয় লোডশেডিং। ১ ফেব্রুয়ারি রাতেও সেই একই ঘটনা চলে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আদনান সরকার জানান, এমনিতেই নতুন নিয়মে পরীক্ষা নিয়ে আমরা খুব অসুবিধায় আছি। তার মধ্যে আবার পরীক্ষার রাতে লোডশেডিং। এক প্রকার মরার উপরে খরার ঘা। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী সেজুতি রানী বলেন, পড়ার টেবিলে বসার পর যদি লোডশেডিং হয় তাহলে পড়ায় মন বসানো যায় না। আর এখনতো শীতকাল। তাহলে লোডশেডিং কী আমাদের পরীক্ষা খারাপ করার জন্য দেয়া হচ্ছে ? ঠাকুরগাঁও সিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী মারুফা আক্তার জানান পরিক্ষার সময় লোডশেডিং হলে আমরা পড়বো কিভাবে ?
এতদিন লোডশেডিং ছিলনা এখন পরিক্ষার আগে শুরু হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু জানান, পরীক্ষার আগের রাতে শিক্ষার্থীরা পরিক্ষার জন্য সর্বশেষ প্রস্তুুতি নেয়। কিন্তু লোডশেডিংয়ের কারণে তারা প্রস্তুুতি নিতে না পারলে পরীক্ষা খারপ হওয়ার সম্ভাবনা থাকবে।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আলমগীর মাহামুদ এই বিষয়ে জানান, সাময়িক সমস্যার কারনে এমন হচ্ছে। আমরা দ্রুত লোডশেডিং বন্ধ করার জন্য চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যায় আমরা করবো। কয়েকদিন একটু অসুবিধা হবে পরীক্ষার্থীদের।
ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় লোডশেডিং হচ্ছে। এটা মেরামতের জন্য ১০-১২ দিন সময় লাগবে। এজন্য রাত করে বিদ্যুতের চাপ বেশি হলে লোডশেডিং দেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নে ধর্ষণের পর ৫ মাসের অন্তঃসত্ত্বাবিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁওয়ে নারীকে নগ্ন করে নির্যাতনের অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে একবিস্তারিত পড়ুন
মৃত্যুর কাছে হেরে গেল ‘নষ্ট মোল্লা’
১২ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরেবিস্তারিত পড়ুন