পরীক্ষায় জালিয়াতি, জাবি ছাত্রলীগ সহ-সভাপতি আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শাখা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে আটক করেছে দায়িত্বরত শিক্ষকরা। পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার দুপুর ২টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০৩ নং রুম থেকে তাদের আটক করা হয়।
অভিযুক্ত জাবি ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল গ্রুপের নেতা।
হলে দায়িত্বরত ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এটিএম শাখাওয়াত হোসেন জানান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষায় ছানাউল হোসেন নামে এক ভর্তিচ্ছুর প্রক্সি দিতে গিয়ে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র অলি হোসেন জনি ওরফে জনি রহমান। পরে তাকে উদ্ধার করতে হলে প্রবেশ করেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন।
এ সময় ছাত্রলীগ নেতা দায়িত্বরত শিক্ষকদের ধাক্কা দিয়ে হলে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনি রহমানকে বাঁচানোর চেষ্টা করেন। পরে দায়িত্বরত শিক্ষক অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন, সুদীপ পাল ও ভর্তি পরীক্ষা আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক দেলোয়ার হোসেন তাদেরকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন প্রস্রাব করার কথা বলে সহকারী প্রক্টর শেখ আদনান ফাহাদকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে নিরাপত্তায় দায়িত্বরত প্রহরীরা তাকে আটক করে।
প্রক্সি দিতে আসা অভিযুক্ত ঢাবি ছাত্র জনি রহমান জানান, সার্জেন জহুরুল হক হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ইমন ও জাবি ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তিতে ছানাউল হোসেনের পরিবর্তে সে ভর্তি পরীক্ষা দিতে আসে। হলে কোনো সমস্যা হলে বিষয়টি তারা দেখে নেবে বলে তাকে আশ্বস্ত করা হয়।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়েছে। তাদেরকে পুলিশে দেওয়া হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন