‘পরীক্ষা-নিরীক্ষা সমস্যা ছিল না’
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র করায় সমালোচনার শিকার হয়েছেন কোচ হাথুরুসিংহে। বোর্ডের অনেক কর্মকর্তা এমনকি খোদ সভাপতিও ‘অতিরিক্ত’ পরীক্ষা-নিরীক্ষার বিপক্ষে ছিলেন। সিরিজে টানা দুই ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পর টানা দুই ম্যাচ হেরে বসে মাশরাফি-বাহিনী। দেশের একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে দাবি করেছেন, পরীক্ষা-নিরীক্ষা কোনো সমস্যা ছিল না। অভিজ্ঞরা ভাল করতে পারেনি বলেই দল হেরেছে।
বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করে হাথুরুসিংহে বলেন, ‘যাদের দলে নিয়েছি তারা সবাই বিপিএলে ভালো করেছে। সামনে পরপর অনেক ম্যাচ। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। টানা খেলার ভেতর থাকতে হবে। আমি চাইছি ব্যাক-আপ খেলোয়াড় প্রস্তুত রাখতে। যাতে কেউ ইনজুরিতে পড়লে দলের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে।’
অনেকেই এত নতুনদের এক সঙ্গে সুযোগ দেয়াকে ‘অতিরিক্ত’ বলছেন। কিন্তু হাথুরুসিংহে বিষয়টিকে মোটেও পাত্তা দিতে নারাজ, ‘ক্রিকেটে সব সময় যদি কথাটা থেকেই যায়। ইমরুল কায়েস কি তার সামর্থ্য অনুযায়ী খেলতে পেরেছে? আমরা তৃতীয় ম্যাচ হেরেছি পরীক্ষা-নিরীক্ষার জন্য নয়। হারার কারণ আমরা ঠিক মতো আমাদের কাজটা শেষ করতে পারিনি। এমনকি শেষ ম্যাচে তামিম খেলার পরও তো আমরা হারলাম। তৃতীয় ম্যাচে নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা ফিল্ডিং ভালো করতে পারিনি। বলটাও আশানুরূপ হয়নি। আমাদের কয়েকজন মূল খেলোয়াড় পারফর্ম করতে পারেনি। মাশরাফি-সাকিব প্রতি ওভারে আটের বেশি রান দিয়ে গেছে। এসব কিন্তু নতুন খেলোয়াড়দের জন্য হয়নি।’
গেল বছরে ওয়ানডেতে ঐতিহাসিক সাফল্য পেলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো ওই মানের নয় বলে মনে করেন এই শ্রীলঙ্কান, ‘আমার মনে হয় আমরা টি-টোয়েন্টি খেলাটা এখনো ধরতে পারিনি। শিখতে হবে কীভাবে টি-টোয়েন্টি খেলতে হয়। সবসময় আমরা হিট করার চিন্তায় থাকি। মাসাকাদজাকে দেখুন, সে জানে কখন হিট করতে হবে। কখন করতে হবে না। সব ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে।’
শেষ সিরিজ আশানুরূপ না হলেও হাথরুসিংহে শুনিয়েছেন অভয়বাণী, ‘যদি আমি জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতাম, তাহলে ওই পরিবর্তনগুলো করতাম না। আর তখন যদি হারতাম, তাহলে হতাশ হতাম। কিন্তু এই মুহূর্তে আমি এতটুকু হতাশ নই। চিন্তারও কিছুও নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন