পরীমণির ঘর থেকে ৯টি তাবিজ উদ্ধার!
কালো জাদুর খপ্পরে পড়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তাকে তাবিজ করা হয়েছে। একটা বা দুইটা নয়, ৯টা তাবিজ করা হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বাড়ির দেয়ালে রঙ করানোর সময় ফার্নিচার সরাতে গিয়ে এ তাজিবগুলো পাওয়া যায়।
এ প্রসঙ্গে পরী বলেন, লাল কালি দিয়ে লেখা ৯টি তাবিজ খুঁজে পেলাম। প্রথমে দেখার পর অনেকক্ষণ হাসাহাসি করলেও বিষয়টি নিয়ে বেশ চিন্তা করছি। কারণ যেই করে থাকুক এটা একটা অপরাধমূলক কাজ।
তিনি আরো বলেন, ‘এই সব বিষয় দিয়ে যদি কোনো কাজ হতো তাহলে এই মহীয়সী প্রজাতির মানুষ কালো জাদু দিয়ে দিনে দশবার যেকোনো দেশের প্রধানমন্ত্রীকে ফুঁ দিয়ে উড়িয়ে দিত। আর আমি তো পরী।’
এদিকে পরীমনি ক্রমশ ব্যস্ত হয়ে উঠছেন ঢাকার চলচ্চিত্রে। তার অভিনয়ে এ পর্যন্ত বেশকিছু ছবি মুক্তি পেয়েছে । আর এ ছবিগুলোর শুটিং বাংলাদেশের বিভিন্ন লোকেশনেই হয়েছে। এবারই প্রথম যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন তিনি। আর সেসূত্রে প্রথমবারের মতো দেশের বাইরে শুটিং করবেন। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় বড় বাজেটের এ ছবির নাম ‘রক্ত’। এ ছবির কাজে আজ সন্ধ্যা ৭টার ফ্লাইটে ভারতে যাওয়ার কথা তার।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন