পরীমনির স্বপ্নজাল এবার কলকাতায়

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় চিত্রনায়িকা পরীমনি অভিনয় করছেন ‘স্বপ্নজাল’ ছবিতে। ছবিতে পরীমনির বিপরীতে আছেন নবাগত ইয়াশ রোহান।
এরইমধ্যে প্রথম লটে ছবির বেশ কিছু অংশের শুটিং শেষ হয়েছে। এবার চলতি মাসের ২৫ তারিখ থেকে কলকাতায় ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হতে যাচ্ছে। কলকাতা শহরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ চলবে টানা ১০-১২ দিন।
জাগো নিউজের সঙ্গে আলাপে বলছিলেন ছবির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তিনি আরো বলেন, ‘ছবির ৫৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। কলকাতায় শুটিং শেষে তারপর আরেকটি লটে ‘স্বপ্নজাল’ ছবির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।’
এর আগে গেল ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে একটি বাড়িতে একমাস ধরে স্বপ্নজাল ছবির শুটিং হয়।
পরীমনি বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের ‘মনপুরা’ ছবিটি আমি অনেকবার দেখেছি। এবার তার নির্মাণে কাজ করছি। এটা আমার ক্যারিয়ারে বিশেষ প্রাপ্তি বলেই মনে করি আমি। কেননা, ছবির গল্পটি দারুণ। হৃদয়কে ছুঁয়ে যাবে।’
পরী আরো বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম শুভ্রা। আশা করছি দর্শকদের কাছে ভালোবাসার চলচ্চিত্র হয়ে আসবে ‘স্বপ্নজাল’।’
ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
গিয়াস উদ্দিন সেলিম জানালেন, আগামী ফেব্রুয়ারিতে ‘স্বপ্নজাল’ ছবিটি মুক্তি দেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন