পরী মনি এবার সাংবাদিক

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মনি এবার পর্দায় হাজির হবেন সাংবাদিক রূপে। সৈকত নাসির পারিচালিত ‘পাষাণ’ চলচ্চিত্রে টিভি চ্যানেলের সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন পরী মনি। এর আগে নানা রূপে সিনেমায় অভিনয় করেলেও সাংবাদিক চরিত্রে এবারই প্রথম অভিনয় করতে যাচ্ছেন এই নায়িকা।
সিনেমাটিতে নায়িকার নাম আগেই ঘোষণা করা হলেও এবার জানা গেলো পরী মনির সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়ক সুমিত। আগামী ২৩ জুলাই থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। এরই মধ্যে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।
নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ঢাকা থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। জুলাইয়ের ২৩ তারিখ শুটিং শুরুর পরিকল্পনা করেছি। এরপর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করব। আশা করি দর্শকের ভালো লাগার মতো একটি ছবি উপহার দিতে পারবো।’
উল্লেখ্য সৈকত নাসির এর আগে ‘দেশা দ্য লিডার’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সেই ছবি অভিনয় করেছিলেন মাহি ও শিপন। ছবিটির জন্য সৈকত নাসির ও জেমস জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন