পরোয়ানার পর পরিবারসহ ভারত গেলেন রাগীব আলী
সিলেটের তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভূমি আত্মসাতের দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর ভারতে চলে গেছেন শিল্পপতি রাগীব আলীসহ তার পরিবারের সদস্যরা।
তারা বুধবার বিকেলে জেলার জকিগঞ্জ সীমান্ত পার হন বলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা নিশ্চিত করেছেন।
সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো বুধবার দুপুরে দু’টি মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে রাগীব আলী, তার ছেলে আবদুল হাইসহ ৬ জন ভারতে যান। তাদের ভারত যাওয়ার বিষয়টি তিনি বৃহস্পতিবার নিশ্চিত হন। গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ আদালত থেকে পুলিশের হাতে আসার আগেই চলে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় এ দু’জনসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
পরোয়ানার অপর ৪ জন হলেন- তারাপুর চা-বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদির।
গত ১০ জুলাই আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান ওই দুই মামলার অভিযোগপত্র দেন। গত বুধবার ছিল মামলার শুনানির দিন। ওইদিন রাগীব আলী অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করেন। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জানা গেছে, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে রাগীব আলী ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন। চলতি বছর ১৯ জানুয়ারি হাইকোর্ট তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন