পর্নো নায়িকা সানি লিওনের শিক্ষক যখন সালমান
শিক্ষক সালমান খান।আর ছাত্রীটি সানি লিওন। তেব নাড়া বেত্ষধে কিছু শেখানো নয়, এ অনেকটাই দ্রোণাচার্য্য-একলব্যের মতো গুরুশিষ্য সম্পর্ক। আসলে ডাবল রোলে অভিনয় কীভাবে করতে হয়, তা সালমানের ছবি দেখেই শেখার চেষ্টা করেছেন সানি। সম্প্রতি মুক্তি পেয়েছে সানির ছবি ‘মস্তিজাদে’র পোস্টার।
এ ছবিতে সানিকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। সানি নিজে চাইছেন, শুধু ‘বোল্ড অ্যাকট্রেস’ হিসেবে নয়, অভিনেত্রী হিসেবেও তাকে চিনুক দর্শক। আর তাই নিজের প্রস্তুতিতে খামতি রাখেননি। বিভিন্ন্ ছবিতে ডাবল রোলে অভিনেতাদের দেখে আয়ত্ত করার চেষ্টা করেছেন কীভাবে একই ছবিতে নিজেকে আলাদা করতে হয়।
আর এ কাজে সবথেকে বেশি তাকে সাহায্য করেছে সলমনের ছবি ‘জুদা’৷ এ ছবি দেখে যে তিনি অনেক কিছু শিখেছেন, সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সানি৷ মিলাপ জাভেরির এ ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গতবছরই। কিন্তু পিছতে পিছতে তা এসে ঠেকেছে এ বছর।
এ ছবিতে সানিকে দেখা যাবে লিলি ও লায়লা হিসেবে। সম্পর্কে তারা দুই বোন, আর দুই ভূমিকাতেই থাকছেন সানি। ২০১৫ এর মে মাসে মুক্তি পেতে চলেছে এ ছবি।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন