পর্ন ওয়েবসাইটকেও পিছনে ফেলল ‘পোকেমন গো’
‘পোকেমন গো’-র দৌড় থামছেই না। গুগল জানিয়েছে, জনপ্রিয়তার নিরিখে এবার এই গেমটি পিছনে ফেলে দিয়েছে পর্ন ওয়েবসাইটগুলোকেও।
ইন্টারনেট আমলের শুরু থেকেই জনপ্রিয়তার শিখরে পর্ন ওয়েবসাইটগুলো। এর আগে ‘ক্যান্ডি ক্রাশ’, ‘টেম্পল রান’-এর মতো গেমগুলো ভালো রকমের সাড়া ফেলে দিলেও জনপ্রিয়তার নিরিখে পর্ন ওয়েবসাইটগুলোর ধারেকাছেও পৌঁছতে পারেনি। এবার অসম্ভবকে সম্ভব করে দেখাল ‘পোকেমন গো’।
কেন জনপ্রিয়তার শিখরে এই গেম? বিশেষজ্ঞরা বলছেন, এই গেমে ছবি মোবাইল ফোনে তোলা ছবির বাস্তব চরিত্রের মধ্যে খেলার চরিত্রগুলোকে ঢুকিয়ে নেয়া যায়। সেটাই এই গেমের জনপ্রিয় হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ। গেমিংয়ের ভাষায় যাকে বলে, ‘রিয়েল লাইফ ইন্টারফেজ’।
গুগল জানাচ্ছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী ইন্টারনেট ব্যবহারকারীরাই ‘পোকেমন গো’ সবচেয়ে বেশি ব্যবহার করেন। এই বয়সের ইন্টারনেট ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি পর্ন ওয়েবসাইট ঘাঁটতেন। ফলে পিছিয়ে পড়েছে অশালীন ওয়েবসাইটগুলো।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন