‘পর্ন দুনিয়ায় পা রেখ না’
যারা পর্ন দুনিয়ার নিয়মিত খবর রাখেন, তারা ভালোভাবেই চেনেন ব্রি অলসনকে। আর যারা রাখেন না, এ খবর পড়ার পর তারাও তাকে দেখবেন সশ্রদ্ধ দৃষ্টিতে।
২০১১ সালের পরে সেভাবে পর্নোগ্রাফিতে দেখা যায়নি ব্রি অলসনকে। কিন্তু ততদিনে তিনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, যা অনেক পর্নস্টারেরই স্বপ্ন। কিন্তু এবার ব্রি মেয়েদের প্রতি পাঠালেন সতর্কবার্তা। বলে দিলেন, ভুলেও কেউ যেন পর্ন দুনিয়ায় পা না রাখেন।
নিজের টুইটার পেজে এ নিয়ে টুইট করেছেন ব্রি অলসন। আর তাতেই তোলপাড় নেট দুনিয়ায়।
গ্ল্যামার আর সাফল্যের হাসির আড়ালে কত যন্ত্রণার আখ্যান লুকিয়ে রয়েছে, তা ব্রির টুইটে পরিষ্কার। তিনি লিখেছেন, ‘পর্ন করলে তুমি সমাজ থেকে বিচ্যুত হয়ে পড়বে। তোমার মানবাধিকার রয়েছে। কিন্তু সেটিকে একপাশে সরিয়ে রেখেই সমাজ তোমার মানবাধিকার কেড়ে নিতে উদ্যত হবে।’
টুইটে ব্রি লিখেছেন, ‘পর্ন খারাপ- এ কথা আমি বলছি না। কিন্তু বাকিরা তোমার সঙ্গে কীভাবে আচরণ করছে, সেটাই তোমার জীবনের প্রধান বিষয়। যদি মনে কর, মেয়েদের কোনো আড্ডায় যোগ দেবে, তা হলে স্রেফ পেশার জন্যই তুমি সেখানে ঠাঁই পাবে না।’
এর পরেই বলেছেন সাংঘাতিক সেই কথা। সমাজে কীভাবে পর্নস্টারের সন্তান এককোণে পড়ে থাকে তা উল্লেখ করে লিখেছেন, ‘তোমরা কি চাও, তোমাদের সন্তানরা স্কুলে যাক আর সর্বদা তাদের খুঁচিয়ে খুঁচিয়ে শৈশবটাই কেড়ে নেওয়া হোক? বাড়িতে তোমার সঙ্গে বাচ্চাদের থাকতে দেওয়া হবে না। মনে করা হবে, একবার যখন পর্নস্টারের তকমা তোমার গায়ে লেগেছে, তখন তুমি বাড়িতেও যৌনতার হাট খুলে বসেছ। আর এ সমস্যাটা এককভাবে মেয়েদের ক্ষেত্রেই হয়।’ সূত্র : এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন