পর্ন দেখে অক্ষম লোকেরা: পামেলা

চৌদ্দ বার প্লেবয় ম্যাগাজিনের কভার গার্ল হয়েছিলেন, ফাঁস হয়েছিলো সেক্স টেপও। সেই পামেলা অ্যান্ডারসনই এবার সোচ্চার হলেন পর্নোগ্রাফির বিরুদ্ধে। ‘বেওয়াচ’ খ্যাত এই আলোচিত অভিনেত্রী বলেছেন, যারা জীবনে কোন না কোন ভাবে হেরে গিয়েছেন, তারাই বেশি বেশি পর্নোগ্রাফি দেখেন।
মার্কিন লেখক মুলে বোটিচের সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালের জন্য লেখা ‘টেক দ্য প্লেজ : নো মোর ইনডালজিং পর্ন’ শীর্ষক একটি নিবন্ধে তিনি পাঠকদের পর্নোগ্রাফি না দেখার জন্য আহ্বান জানান। ৪৯ বছর বয়সী পামেলা মনে করেন যারা পর্ন দেখে তারা ‘অক্ষম ব্যক্তি’।
পামেলা লিখেছেন, “আমাদের ছেলেমেয়েদের অবশ্যই এই বিষয়টি বোঝাতে হবে। পর্নোগ্রাফি অক্ষম ব্যক্তিদের জন্য, এটি খুবই বিরক্তিকর, অনেক সময়ের অপচয় হয়।”
তিনি আরও লেখেন, “এটি ওই সব অক্ষম ব্যক্তিদের জন্য যারা স্বাস্থ্যকর যৌনতার প্রাচুর্যপূর্ণ সুফল ভোগ করতে পারেনা। তারা এতটাই অলস, স্বাভাবিক যৌনতার জন্য যে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় এবং ত্যাগ স্বীকার করতে হয় তারা তাও করতে চায় না।”
প্রকাশিত নিবন্ধে সাবেক মার্কিন রাজনীতিবিদ অ্যান্থনি ওয়েইনার- এর যৌন কেলেঙ্কারির ঘটনাটিও তুলে ধরেন পামেলা।
এর পরিপ্রেক্ষিতে তিনি লিখেন, “যদি পর্নোগ্রাফির ধ্বংসাত্মক ফলাফল নিয়ে এখনো কারো সংশয় থেকে থাকে তারা অ্যান্থনি ওয়েইনার এবং হুমা আবেদিনের ঘটনাটি মনে করে দেখুন।”
নব্বইয়ের দশকে পামেলার দুটি সেক্স টেপও ফাঁস হয়েছিল। প্রথমটি ফাঁস হয় ১৯৯৫ সালে সাবেক স্বামী টমি লির সঙ্গে। আর দ্বিতীয়টি ১৯৯৮ সালে বর্তমান স্বামী ব্রেট মিখায়েলের সঙ্গে।
চলতি বছরের শুরুতে প্লেবয় ম্যাগজিনের প্রচ্ছদের জন্য শেষবারের মতো নগ্ন হয়েছিলেন তিনি।
খুব শিগগিরই ডোয়াইন জনসন, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘বেওয়াচ’ সিনেমাতে দেখা যাবে পামেলাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন