পলাশী ঘুরেই যেতে হবে খালেদা জিয়াকে!

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাওয়ার অনুমতি পেলেও তিনি দোয়েল চত্ত্বর দিয়ে যেতে পারবেন কি না তা চূড়ান্ত নয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিলেও দোয়েল চত্ত্বর দিয়ে যেতে মহানগর পুলিশের (ডিএমপি) আলাদা অনুমতি নিতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা গড়বে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যরা, উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিরোধী দলীয় নেতা, কূটনৈতিক মিশনের সদস্যরা শহীদ মিনারে আসবেন দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে দিয়ে। এর বাইরে অন্য সবাইকে পলাশীর মোড় হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে আসতে হবে।
ডিএমডি কমিশনার বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানিয়ে ফিরে যাওয়ার পরেই পলাশীর ফটকটি খুলে দেওয়া হবে। এবার যেন কোনো ভাবে কেউ উল্টোপথে শহীদ মিনারে ঢুকতে না পারে, জুতো পায়ে বেদীতে উঠতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভিআইপিরা চলে যাওয়ার পরপর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণে তিনি অনুমতি নিতে দলের তাঁর উপদেষ্টা আমানউল্লাহসহ চারজন নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে কথা বলার জন্য পাঠান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিভিআইপি ও ভিআইপিরা চলে যাওয়ার পরপর শহীদ মিনারে আসার অনুমতি দিয়েছেন। কর্তৃপক্ষ বিশৃঙ্খলা এড়াতে সীমিত সংখ্যক নেতা কর্মীদের নিয়ে ফুল দিতে আসার জন্য বিএনপি প্রতিনিধি দলকে বলেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, রাত সাড়ে ১২টায় ফুল দিয়ে দলীয় চেয়ারপারসন শহীদ মিনারে যাবেন।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ভিভিআইপি ও ভিআইপিরা চলে যাওয়ার পর বিএনপি চেয়ারপারসন আসার অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নেই। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন কোন পথ দিয়ে আসবেন সেটা ঠিক করবে পুলিশ। বিএনপিকে এক্ষেত্রে পুলিশের অনুমতি নিয়ে হবে। এখানে বিশ্ববিদ্যালয়ের কিছু করার নেই।
পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে কোনো যোগ্যতা বা পদের মধ্যে পড়েন না বিএনপি নেত্রী খালেদা জিয়া। সাবেক সরকার প্রধান হিসেবেও এখানে তিনি প্রটোকল পাবেন না। তাই তাঁকে পলাশী মোড় দিয়েই ঘুরে আসতে হবে।
পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক তত্ত্বাবধানকারী ও ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমতি দিতে পারে। তবে ডিএমপি কমিশনার যে নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন, এর কোনো ব্যত্যয় হবে না। পলাশী দিয়ে সাধারণ মানুষের কাতারেই খালেদা জিয়া ও বিএনপির লোকজনকে শহীদ মিনারে ঢুকতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন