‘পলিটিক্স করতে ও গাড়ি চালাতে যোগ্যতা লাগে না’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এদেশে পলিটিক্স করতে ও গাড়ি চালাতে যোগ্যতার প্রয়োজন হয় না।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালকদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নিসচা (নিরাপদ সড়ক চাই) ড্রাইভিং ও মেকানিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের সদনপত্র দেওয়ার লক্ষ্যে নিসচা এ অনুষ্ঠান আয়োজন করে। ওয়াল্টন এতে সহযোগিতা করে।
ওবায়দুল কাদের বলেন, এখানে গাড়িরও ফিটনেস নেই। চালকেরও নেই। দেশের চালকরা যেমন বেপরোয়া তেমনই রাজনীতিকরাও।
তিনি বলেন, স্বপ্ন দেখা সহজ। কিন্তু স্বপ্ন দেখানো কঠিন। সড়কে যানজটসহ পরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ। আমার একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। সবাই মিলে না করলে সমস্যার সমাধান হবে না।
তিনি আরও বলেন, চার লেন সড়ক, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেস ও মেট্রোরেলসহ অনেক কিছুই হচ্ছে। কিন্তু যানজট কমছে না। ফুটপাতসহ সড়কের জায়গা দখলবাজদের কবলে। ফুটপাত বলে কিছু নেই। ফুটপাতের মালিকানা পথচারিদের। ফুটপাত পথচারিদের ফিরিয়ে দিতে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা নেই। কেউ মানে না। শিক্ষামন্ত্রী কথা শোনে না। বারবার বলেও পাঠ্য পুস্তকে কারিকুলামে ট্রাফিক আইন ও রাস্তায় চলার নিয়ম পড়ানোর ব্যবস্থা হয় না।
তিনি বলেন, উন্নয়ন অর্জনের রোল মডেল অনেকের ঈর্ষার কারণ। অথচ ডিজিটাল বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ২০২০ সালের মধ্যে পথ দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে হবে। এজন্য একটি এ্যাকশন প্লান তৈরি করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। সভাপতিত্ব করেন নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন