পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তিন দালালসহ ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে। এর মধ্যে এক কন্যা শিশু ও চার নারী রয়েছে।
পুলিশ জানায়, বসিরহাটের সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা, সংগ্রামপুর এবং বোটঘর এলাকায় তল্লাশি চালিয়ে এই ১১ জনকে গ্রেপ্তার করা হয়। ভারতে ঢোকার জন্য বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের অভিযোগ, গ্রেপ্তার হওয়া তিন দালালকে মোটা অঙ্কের টাকা দিয়ে অবৈধ পথে তারা ভারতে ঢুকেছিল। ভারতে ঢোকার পর সীমান্ত এলাকায় প্রথমে আশ্রয় নেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বসিরহাট থানার পুলিশ কর্মকর্তা দেবাশীষ চক্রবর্তী জানান, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা কাজের সন্ধানেই ভারতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। আজ বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়াদের কাছে থেকে পুলিশ ২৭ হাজার রুপি জব্দ করেছে। সেই সঙ্গে একটি মারুতি গাড়ি আটক করেছে। সীমান্ত থেকে মারুতি গাড়িতে করে কলকাতায় আসার পরিকল্পনা করেছিল তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন