পশ্চিমবঙ্গ নির্বাচনে তারকাদের হার-জিত

ভারতের পশ্চিমবঙ্গে চলছে উৎসবের আমেজ। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে। এ নির্বাচনে অংশ নিয়েছিলেন টালিগঞ্জের কয়েকজন জনপ্রিয় তারকা। চলুন জেনে নিই তাদের নির্বাচনী ফল।
দেবশ্রী রায় : কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী রাজনীতিতে অনেকদিন থেকেই। একশরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৪০টিরও বেশি পুরস্কার। তৃণমূলের হয়ে তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি আসন থেকে জয়ী হয়েছেন।
চিরঞ্জিত চক্রবর্তী : বিধানসভা নির্বাচনে বারাসত থেকে তৃণমূলের হয়ে লড়েছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। জয়ী হয়েছেন তিনি।
সোহম চক্রবর্তী : বর্তমান সময়ের টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেতা সোহম। বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমাতেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এ অভিনেতা লড়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। বাঁকুড়ার বড়জোড়া আসন থেকে জয়ী হয়েছেন সোহম।
লকেট চ্যাটার্জি : ‘স্ট্রিটলাইট’, ‘বৃষ্টি ভেজা রোদ্দুর’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে লকেট চ্যাটার্জিকে। একসময় মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ ছিলেন লকেট। কিন্তু এবার তিনি লড়ছেন বিজেপির হয়ে। এ দলের হয়ে বীরভূমের ময়ূরেশ্বর থেকে নির্বাচন করেছে হেরে গেছেন।
রূপা গাঙ্গুলি : ১৯৯৩ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠেন রূপা গাঙ্গুলি। এরপর অনেক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। এবার বিজেপির হয়ে লড়াই করেছেন উত্তর হাওড়া আসন থেকে। গোষ্ঠী কোন্দল নিয়ে অস্বস্তিতে থাকা রূপাকে পরাজয় মেনে নিতে হয়েছে।
জয় ব্যানার্জি : ২০১৪ সালে বীরভূম থেকে লড়াই করে হেরেছিলেন অভিনেতা জয় ব্যানার্জি। এবার সিউড়ি থেকে বিজেপির হয়ে লড়াই করেছেন তিনি। তার নির্বাচনের ফল এখনো পাওয়া যায়নি।
গত ৪ এপ্রিল থেকে শুরু হয় প্রথম দফার নির্বাচন। এই পর্বে ভোট হয় পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ১৮ আসনে। প্রায় এক মাস ধরে চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোট শেষ হয় গত ৫ মে। ভোট গণনা শুরু হয় ১৯ মে থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন