পহেলা বৈশাখেও যে কারণে বন্ধ রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যোনের গেট
পহেলা বৈশাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া বলয়ে এবার ঢেকে গেছে রাজধানীর শাহবাগ-ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বর। সোহরাওয়ার্দী উদ্যানের গেট এবার বন্ধ করে রাখা হয়েছে। গেট বন্ধ করে নিরাপত্তা জোরদার করা কতটা যুক্তিসঙ্গত এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইছেন না। শুধু জানান সবকিছুই নিরাপত্তের স্বার্থে করা হচ্ছে।
এবার আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অনেক নারী সদস্য মাঠে আছেন কর্মরত অবস্থায়। একজন নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান– ‘মেয়েরাও যদি কিছুটা সাবধানতা অবলম্বন করেন তাহলে অনেক অনাকাঙ্খিত ঘটনা এড়ানো যাবে।’ এছাড়া যৌন হয়রানি কিংবা নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলার ব্যাপারে তিনি অপারগতা প্রকাশ করেন।
মঙ্গলশোভাযাত্রার সময় এবার প্রতিটি শিল্প কাঠামোকে ঘিরে পৃথক পৃথক পুলিশি বলয় তৈরি করা হয়েছিল। এছাড়াও মঙ্গলশোভাযাত্রার সামনে ও পেছনে বিরাট অংশজুড়ে ধাপে ধাপে সাজানো ছিল নিরাপত্তা বলয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজিমপুরে বাসায় ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা
ঢাকার আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় দিনে দুপুরে ডাকাতিরবিস্তারিত পড়ুন
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াবিস্তারিত পড়ুন
ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে বিক্ষোভে উত্তাল প্যারিস
উয়েফা নেশন্স লিগে ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েবিস্তারিত পড়ুন