পাঁচটি ত্রুটির কারণে নিজামির প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিকাষ্ঠে ঝোলা জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর প্লটের বরাদ্দ পাঁচটি ত্রুটি দেখিয়ে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। ত্রুটিগুলোর বেশির ভাগই ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত।
রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বৃহস্পতিবার রাতে বলেন, মানবতাবিরোধী অপরাধীদের প্লট বাতিল করে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছে সরকার।এ নির্দেশ অনুযায়ী আমরা তাদের নথি ঘেঁটে দেখেছি, রাজউকের আইনেই তাদের প্লট বাতিল করার সুযোগ রয়েছে। তাই রাজউকের আইন অনুসরণ করে তাদের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।
গত ২৮ জুলাই রাজউকের ০৭/২০১৬তম সাধারণ সভায় (বোর্ড সভা) নিজামীর প্লট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার বেলায় নিজামীর প্লট বরাদ্দে পাঁচটি ত্রুটি চিহ্নিত করা হয়। ত্রুটিগুলোর মধ্যে রয়েছে (১) প্লট বরাদ্দকালীন মূল হলফনামা না থাকা ও দাখিলীয় ফটোকপি হলফনামায় নিজামীর সই না থাকা, (২) মিশন ডেভেলপারের আমমোক্তার হিসেবে রাজউকের অনুমোদন না পাওয়া, (৩) আবাসিক প্লটকে বাণিজ্যিক ভাবে ব্যবহার, (৪) সরকারের অনুশাসন ছাড়াই নিজামীর নামে প্লট বরাদ্দ এবং (৫) পরবর্তীতে পাওয়া সরকারের অনুশাসন রাজউকের বোর্ডসভায় (সাধারণ সভা) উপস্থাপন না করা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন