টিকেট নিয়ে টানাটানি
পাঁচটি পেয়েছেন মাশরাফি, আশা দেখছেন না মুশফিক!

কোথাও টিকেট নেই! খোদ বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও নিজের চাহিদা মতো টিকেট মেলাতে পারেননি। ২৫ টি চেয়ে পেয়েছেন মাত্র ৫টি। মুশফিকের অবস্থা আরো খারাপ। এখনো একটাও পাননি।
এশিয়া কাপের ফাইনাল দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে ব্যাংকগুলোর সামনে। শনিবার মিরপুরে ইউসিবি ব্যাংকের সামনে এ নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে টিকিট প্রত্যাশীদের।
মাশরাফি জানিয়েছেন তিনি বিসিবির কাছে ২৫টি টিকিট চেয়েছিলেন, কিন্তু পেয়েছেন মাত্র ৫টি।
টিকিট নিয়ে দর্শকদের এমন কষ্ট দেখে মাশরাফি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘সকালেই দেখেছি, অনেক মানুষ টিকিটের জন্য লাইন দিয়ে আছে। একটি টিকিটের জন্য অনেক কষ্ট করেছে, অনেকেই নাকি বেশ সমস্যায়ও পড়েছেন। আমরা ভালো খেললে প্রায়ই এটা হয়ে আসছে। এখন আরও বেশি হচ্ছে।’
অন্যদিকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমের নাকি দরকার ৫০-৬০টি টিকিট। তবে পরিস্থিতি যা, তাতে নাকি আশাই ছেড়ে দিয়েছেন মুশফিক। তবে ভাগ্য একটু ভালো দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। ১০টি টিকিট চেয়ে তিনি পেয়েছেন চারটি। মাশরাফির চেয়ে গড়ে তিনি এগিয়ে আছেন। কম বেশী এমন অবস্থা জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারদেরও।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন