পাঁচ উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড

প্রথম দিনের উইকেট বৃষ্টি থামিয়েছিল সত্যিকারের বৃষ্টি। বাংলাদেশের করা ২২০ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড হারিয়েছিল তিনটি উইকেট। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় হয়তো কিছুটা স্বস্তিই পেয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই সফরকারীদের বিপাকে ফেলে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। প্রথম তিন ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছেন মইন আলী ও বেন স্টোকস। এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের স্কোর : ৭৫/৫।
দিনের তৃতীয় ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে মইন আলীকে বোল্ড করেছেন মিরাজ। ১০ রান করে ফিরে গেছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। পরের ওভারে তাইজুল ইসলাম সাজঘরমুখী করেছেন দারুণ ফর্মে থাকা বেন স্টোকসকে। রানের খাতাই খুলতে পারেননি গত ম্যাচের সেরা খেলোয়াড়। ২৬ রান নিয়ে অপরাজিত আছেন জো রুট। স্টোকসের পর উইকেটে এসেছেন জনি বেয়ারস্টো।
প্রথম দিনে ব্যাট হাতে শুরুটা দারুণভাবে করলেও বাংলাদেশ পড়েছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে। দ্বিতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক। তামিম পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক। মুমিনুল খেলেছেন ৬৬ রানের লড়াকু ইনিংস। কিন্তু এরপর মাত্র ৪৯ রান জমা করতেই বাংলাদেশ হারিয়েছে নয়টি উইকেট। গুটিয়ে গেছে মাত্র ২২০ রানে।
ব্যাটিং ব্যর্থতা অবশ্য বল হাতে অনেকটাই পুষিয়ে দিয়েছেন সাকিব-মিরাজরা। বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ১২.৩ ওভার ব্যাটিং করতেই শীর্ষ তিন ব্যাটসম্যান বেন ডাকেট, অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্সের উইকেট হারিয়েছিল ইংল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন