পাঁচ টি ডিমে পুরো কোরআন!
এর আগে ২০১২ সালে ছয় ডিমে পবিত্র গ্রন্থ আল কোরআন পুরোটা লিখে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌদি আরবের নাগরিক আহমেদ আবদান। এই অবদানের স্বীকৃতিস্বরুপ মিলেছিল গিনেজ বুকের খেতাবও। এবার সেই আহমেদ আবদানই আবার ভেঙেছেন নিজের রেকর্ড। এবার ২০১৬ সালে এসে গোটা কোরআন লিখেছেন পাঁচ ডিমে এবং এটিও একটি বিশ্ব রেকর্ড।
সংযুক্ত আরব আমিরাতের এমবিসি নিউজের তথ্যমতে, সৌদি নাগরিক আবদানের বয়স এখন ৭৪ বছর। দুই চোখেও ভালো দেখতে পান না। তবুও মনের জোরকে পুঁজি করে নিয়তই লিখে চলেছেন পবিত্র কোরআন। আর এমবিসি নিউজের তথ্যমতে তাঁর ইচ্ছে শক্তির কাছে হার মেনেছে হাজারো প্রতিবন্ধকতা।
নতুন রেকর্ড করার পর আহমেদ আবদান সংবাদমাধ্যমকে জানান, এককালে পবিত্র কোরআন হাতে লেখার প্রচলন ছিল। সে সময় এটি একটি শিল্পও ছিল। আর তাঁর বাবা এবং দাদা ছিলেন হাতে লেখা কোরআনের শিল্পী। এই কোরআন লিখেই সংসার চলত তাঁদের। তবে মেশিন আবিষ্কার হওয়ার পর হাতে লেখার প্রচলন উঠে গেছে বললেই চলে। কিন্তু পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন বয়োবৃদ্ধ আবদান। আর নিজের এই কাজের জন্য তিনি গর্বিত বলেও জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন