শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পাঁচ দিনেও অপসারণ হয়নি কোরবানির বর্জ্য, অস্বস্তিতে বনশ্রীবাসী

কোরবানির ঈদের পাঁচ দিন হতে গেলেও এখনও ঢাকা উত্তর সিটি করপোশেনের আওতাধীন মেরাদিয়া ও দক্ষিণ বনশ্রীর বিভিন্ন স্থানে বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য। এতে করে সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, ঈদের পঞ্চম দিনেও বিভিন্ন স্থানের স্তুপকৃত কোরবানির পশুর বর্জ্য অপসারণ করলেও সিটি কর্পোরেশন সেখানে জীবাণুনাশক ওষুধ ও ব্লিচিং পাউডার না দেওয়ায় এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার দুপুরে মেরাদিয়া ও দক্ষিণ বনশ্রীসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার দুই ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির পশুর বর্জ্য এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। সেই সঙ্গে এখানে গরুর হাট বসানোর কারণে সৃষ্ট খানাখন্দে পশুর বর্জ্য জমে থাকতে দেখা যায়।

মোজাম্মেল হোসেন নামের এক বাসিন্দা বলেন, কোরবানির আগে প্রতিবছরই সিটি করপোরেশন কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন কথা বলে। কিন্তু তার অধিকাংশ কথা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। ফলে কোরবানির পশুর বর্জ্য রাস্তায় জমে দুর্গন্ধ ও বিপত্তি সৃষ্টি করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

ইফতেখার হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, রাস্তার দুই ধারে এখনো কোরবানির পশুর বর্জ্য পড়ে আছে। তা ইতোমধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। স্তূপ থাকা বর্জ্য অপসারণ হলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ হয়নি। তবে এখনো যদি বর্জ্যগুলো অপসারণ করা সম্ভব না হয়। তবে ভারি বৃষ্টি হলে এগুলো জনদুর্ভোগের কারণ হবে। সেই সাথে সিটি কর্পোরেশন থেকে এখানে নামে মাত্র ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে।

বর্জ্য অপসারণ নিয়ে স্থানীয় তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদ হোসেন বলেন, আমরা আমাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করছি কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য। তবে আমাদের লোকবল কম। তাই বর্জ্য অপসারণে কিছুটা বিলম্ব হয়েছে। মেরাদিয়া এলাকায় পশুর হাট ও কোরবানির বর্জ্য মিলে একধরনের চাপ সৃষ্টি হয়েছে।

কাউন্সিলর বলেন, এই এলাকার বর্জ্য ঈদের দ্বিতীয় দিনেই সব পরিস্কার করা হয়েছে। এখানে হাট বসায় খানাখন্দে কিছু বর্জ্য পড়ে আছে সেইগুলো অপসারণে আমাদের লোক কাজ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-অটোয়ার সম্পর্ক জোরদারে তৌহিদ ও মেলানির আলোচনা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিবিস্তারিত পড়ুন

বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরেবিস্তারিত পড়ুন

আন্দোলনের সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: নাহিদ ইসলাম

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায়বিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার, মৃত্যু বেড়ে ১৩৮
  • ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনের আহ্বান ছাত্রশিবিরের
  • আওয়ামী লীগকে ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব: জয়
  • দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএমপি কমিশনারের
  • বার নির্বাচনে জালিয়াতি: আনিসুল হক, এম আমিন উদ্দিনসহ ৪০ জনের নামে মামলা
  • খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়: মাইনুল হাসান
  • দুর্গাপূজায় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ
  • প্রচলিত দলগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তরুণদের দল গঠন করতে হবে: ফরহাদ মজহার
  • কলেজছাত্র ইলহামের চিকিৎসায় তারেক রহমানের বিশেষ উদ্যোগ
  • সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: হাসান আরিফ
  • রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বানে ড. ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি 
  • জাতিসংঘ অধিবেশনে বিশ্বব্যাপী অস্থিরতা নিরসনের প্রচেষ্টাই মূখ্য হয়ে উঠবে