বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাঁচ দিনেও অপসারণ হয়নি কোরবানির বর্জ্য, অস্বস্তিতে বনশ্রীবাসী

কোরবানির ঈদের পাঁচ দিন হতে গেলেও এখনও ঢাকা উত্তর সিটি করপোশেনের আওতাধীন মেরাদিয়া ও দক্ষিণ বনশ্রীর বিভিন্ন স্থানে বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য। এতে করে সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, ঈদের পঞ্চম দিনেও বিভিন্ন স্থানের স্তুপকৃত কোরবানির পশুর বর্জ্য অপসারণ করলেও সিটি কর্পোরেশন সেখানে জীবাণুনাশক ওষুধ ও ব্লিচিং পাউডার না দেওয়ায় এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

শুক্রবার দুপুরে মেরাদিয়া ও দক্ষিণ বনশ্রীসহ আশেপাশের এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার দুই ধারে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির পশুর বর্জ্য এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। সেই সঙ্গে এখানে গরুর হাট বসানোর কারণে সৃষ্ট খানাখন্দে পশুর বর্জ্য জমে থাকতে দেখা যায়।

মোজাম্মেল হোসেন নামের এক বাসিন্দা বলেন, কোরবানির আগে প্রতিবছরই সিটি করপোরেশন কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে বিভিন্ন কথা বলে। কিন্তু তার অধিকাংশ কথা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। ফলে কোরবানির পশুর বর্জ্য রাস্তায় জমে দুর্গন্ধ ও বিপত্তি সৃষ্টি করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

ইফতেখার হোসেন নামের আরেক বাসিন্দা বলেন, রাস্তার দুই ধারে এখনো কোরবানির পশুর বর্জ্য পড়ে আছে। তা ইতোমধ্যে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। স্তূপ থাকা বর্জ্য অপসারণ হলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ হয়নি। তবে এখনো যদি বর্জ্যগুলো অপসারণ করা সম্ভব না হয়। তবে ভারি বৃষ্টি হলে এগুলো জনদুর্ভোগের কারণ হবে। সেই সাথে সিটি কর্পোরেশন থেকে এখানে নামে মাত্র ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে।

বর্জ্য অপসারণ নিয়ে স্থানীয় তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদ হোসেন বলেন, আমরা আমাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করছি কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য। তবে আমাদের লোকবল কম। তাই বর্জ্য অপসারণে কিছুটা বিলম্ব হয়েছে। মেরাদিয়া এলাকায় পশুর হাট ও কোরবানির বর্জ্য মিলে একধরনের চাপ সৃষ্টি হয়েছে।

কাউন্সিলর বলেন, এই এলাকার বর্জ্য ঈদের দ্বিতীয় দিনেই সব পরিস্কার করা হয়েছে। এখানে হাট বসায় খানাখন্দে কিছু বর্জ্য পড়ে আছে সেইগুলো অপসারণে আমাদের লোক কাজ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ