পাঁচ বছরের শিশুকে উদ্ধারে চার বছরের শিশু, দুজনেরই মৃত্যু

বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে গিয়েছিল পাঁচ বছরের নীরব। দেখতে পেয়ে তাকে তুলতে যায় চার বছরের জাহিদ।
কিন্তু নীরবতে তোলার পরিবর্তে জাহিদকেও পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুই শিশুই মারা যায়।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নীরব দক্ষিণপাড়ার লাল মাহমুদের আর জাহিদ একই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
কালিহাতী থানার ওসি বলেন, মঙ্গলবার দুপুরে নীরব ও জাহিদ খেলাধুলা করছিল। একপর্যায়ে নীরব বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। তাকে তুলতে পানিতে নেমে জাহিদও ডুবে যায়।
পরে অভিভাবকরা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন