পাঁচ বিদেশিতে সুবিধার সুর মুশফিকের কণ্ঠে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির পঞ্চম আসরের জন্য প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজিগুলো আইকন ক্রিকেটার নির্ধারণ করে ফেলেছে দলের জন্য। গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে রাজশাহী কিংস। দুই পক্ষের কথার-মিলনে আসন্ন আসরের জন্য মুশফিককে আইকন হিসেবে বেছে নেয় রাজশাহী।
বিপিএলের গত কয়েক আসরে প্রতি ম্যাচে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলার নিয়ম থাকলেও আসন্ন আসরে পরিবর্তন হতে যাচ্ছে সেটি। আগামী আসরে প্রতি ম্যাচে পাঁচ জন বিদেশি খেলানোর সুযোগ থাকছে দলগুলোর। পাঁচ বিদেশি ক্রিকেটারে বাংলাদেশ লোকাল ক্রিকেটারদের জন্য সুবিধা হবেই বলছেন রাজশাহীর আইকন ক্রিকেটার মুশফিক।
“পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলানোর খারাপ দিক, ভালো দিক দুটোই রয়েছে। একজন বিদেশি ক্রিকেটার খেলালে দেখবেন যে দলে একজন দেশি ক্রিকেটারের স্থান কমে যাবে তবে একদিন দিয়ে দেখবেন যে যদি একজন বিদেশি ক্রিকেটার বেশি খেলানো হয় তাহলে দলে সুযোগ পাওয়ার জন্য লোকাল ক্রিকেটারদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে।”
একজন আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে বিভিন্ন বাধা পেরিয়ে এই অবস্থানে এসেছেন মুশফিক। দেশিয় ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্ষতির কিছু নয় বরং দেশের ক্রিকেটের জন্যই মঙ্গল বয়ে আনবে বলে মনে করেন টেস্ট অধিনায়ক মুশফিক।
“ঘরোয়া ক্রিকেট কিংবা এই ধরনের টুর্নামেন্টে দেশীয় ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পরিস্থিতে নিজেদের মানিয়ে তুলতে পারবে সহজেই।”
তিনি আরো যোগ করেন, “বিপিএলে এমন কোন বিদেশি ক্রিকেটার আসে না যারা কিনা নিচু মানের। আমার মনে হয় এখানে সব ভালো মানের ক্রিকেটাররাই আসে যাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করলে অনেক কিছুই শেখার থাকে। আপনে দেখবেন বিপিএলের প্রথম আসরের পরেই আমরা কতটা উন্নতি করেছি। এবারো যে সিদ্ধান্তটা তারা নিয়েছেন আমার মনে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন