রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাঁচ হাজার টাকায় বোনকে হত্যা: ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড

রংপুরের পীরগঞ্জে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে বোন আনজিলা বেগমকে হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আনজিলার ভাই আবদুল মজীদ, মমিনুল ইসলাম, আরিফুল হক, আনোয়ারুল হক ও এমদাদুল হক।

বুধবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট বসনীয়া মো. আরিফুল। সরকার পক্ষে ছিলেন পিপি রেজওয়ানুল হক ফারুক।

২০০৬ সালের ৯ মার্চ রাতে আনজিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে দণ্ডিত পাঁচ আসামি। এ ঘটনায় পরদিন আনজিলার ভাই আবদুল বাকি পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৬ সালের শুরুতে আনজিলা বেগমের ভাতিজি নাসিমা বেগমের স্বামী গোলাপ মিয়া খুন হন।

এ ঘটনায় মমিনুল হক, আরিফুল ইসলাম, এমদাদুল হক ও আনোয়ারুল হককে আসামি করে গোলাপের বাবা বাদশা মিয়া মামলা করেন।

এক পর্যায়ে গ্রামীণ সালিশে বাদশা মিয়ার সঙ্গে দুই লাখ ১০ হাজার টাকার বিনিময়ে মামলা ব্যাপারে চার আসামির আপসরফা হয়।

তবে বাদশা মিয়া আপসের টাকার মধ্যে একাই এক লাখ ১০ হাজার টাকা দাবি করেন। এতে গোলাপ মিয়ার চাচা শ্বশুর আবদুল মজীদ আপত্তি জানায়।

এক পর্যায়ে চার আসামির সঙ্গে গোপন শলাপরামর্শ করে আবদুল মজীদ। এ সময় বাদশাকে ফাঁসাতে বোন আনজিলাকে হত্যা করতে আবদুল মজীদকে পরামর্শ দেয় তারা। এ জন্য তাকে পাঁচ হাজার টাকা দেয়ার কথা বলে তারা।

পরিকল্পনা মতো, ২০০৬ সালের ৯ মার্চ রাতে আনজিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আবদুল মজীদ। পরে মমিনুল ইসলাম, আরিফুল হক, আনোয়ারুল হক ও এমদাদুল হকের সঙ্গে মিলে বোনকে গলা কেটে হত্যা করে সে।

এ ঘটনায় আনজিলার আরেক ভাই আবদুল বাকি বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে ১০ মার্চ সকালে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় আসামি আবদুল মজীদ আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে হত্যার ঘটনার বিবরণ দেয় ও নিজের জড়িত থাকার কথা স্বীকার করে।

পরে মামলার তদন্ত শেষে ২০০৬ সালের ৩১ অগাস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আটজনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবু মো. আব্দুল্লাহ।

এই সংক্রান্ত আরো সংবাদ

আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ

আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় আরও ৩ মামলা
  • বিয়ের প্রলোভন তারপর ধর্ষণ, এখন অন্তঃসত্ত্বা ৭ম শ্রেণির ছাত্রী
  • রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
  • কুড়িগ্রামে তিন উপজেলার ৫০ হাজার মানুষ পানিবন্দি
  • গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
  • নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু !
  • ট্রাকচালকের আসনে ছিল হেলপার
  • যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!
  • কুড়িগ্রামে সড়ক অবরোধ প্রত্যাহার
  • দুই ঠিকাদারকে পিটিয়ে টাকা ছিনতাই করল আ’লীগ-যুবলীগ